× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ময়মনসিংহে কোরবানির বর্জ্য অপসারণ করে সম্মাননা পেলেন মেয়র টিটু

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার

বিগত বছরগুলোর মতো এবারো ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন করে ও পরিচ্ছন্ন ময়মনসিংহ নগর উপহার দিয়ে সম্মাননা পেলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। পবিত্র ঈদুল-আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যবস্থাপনায় অসামান্য অবদান রাখায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুকে সম্মাননা প্রদান করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।
গত রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসকের দেয়া বর্জ্য অপসারণে সফলতায় মসিক মেয়র টিটুর পক্ষে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ। জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমানের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এ বিষয়ে জানতে চাইলে মসিকের স্বাস্থ্য বিভাগের স্যানেটারি ইন্সপেক্টর দীপক মজুমদার জানান, কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরাসরি মনিটরিং করেছেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু। মেয়রের সরাসরি তদারকি ও মনিটরিংয়ের ফলে নগরবাসীকে পরিচ্ছন্ন নগর উপহার দিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বশীল পরিচ্ছন্ন কর্মীরা। মসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কনজারভেন্সি ইন্সপেক্টর মহব্বত আলী বলেন, ঈদের আগে প্রায় সপ্তাহখানেক থেকেই নগরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করে সিটি করপোরেশনের বাছাই করা নির্ধারিত স্থানে পশু জবাইয়ের জন্য আহ্বান জানানো হয়। সেই লক্ষ্যে এবার বর্জ্য অপসারণে ১৮টি ট্রাক ও ২০টি পাওয়ার ট্রিলার নিয়ে আমাদের সাড়ে ৫শ’ পরিচ্ছন্নতাকর্মী তৎপর থাকায় মেয়রের নির্দেশনা মোতাবেক অতীতের মতোই আমরা ৪৮ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্ন ময়মনসিংহ উপহার দিতে কাজ করেছি। বর্জ্য অপসারণ ও সম্মাননা প্রসঙ্গে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, কোরবানির বর্জ্য অপসারণে যে সময় বেঁধে দিয়েছিলাম- ওই সময়ের মধ্যেই পরিচ্ছন্ন কর্মীরা নিরলস পরিশ্র্রম করে তা সফল করেছেন।
এই কাজের জন্য আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। সিটি করপোরেশনের নিয়োজিত পুরো টিম এই চ্যালেঞ্জ সার্থক করায় এবং জেলা প্রশাসনের দেয়া এ সম্মাননা আমাদের মসিকের কর্মকর্তা ও কর্মচারীদের কাজের ক্ষেত্রে উৎসাহ যোগাবে। মসিকের পক্ষ থেকে আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর