× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার , ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সংবাদ প্রকাশের জের /সোনাইমুড়ীতে ২ সাংবাদিককে হত্যার হুমকি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার

সোনাইমুড়ীতে সংবাদ প্রকাশের জের ধরে মানবজমিন প্রতিনিধি আমিনুল ইসলাম মানিক ও দৈনিক খবর ও নিউজ টুডে উপজেলা প্রতিনিধি এমএবি ছিদ্দিকসহ দুই সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে মাদক বিক্রেতার বড়ভাই জসিম। এ ঘটনায় রাতেই সোনাইমুড়ী থানায় একটি জিডি করা হয়েছে। জিডি সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার মুটবী গ্রামের জসিমের নেতৃত্বে তার ভাই মাদক ব্যবসা করে আসছিল। পূর্বশক্রতার জের ধরে সোনাইমুড়ীতে বাসের হেল্পার নাজমুলকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা, শিরোনামে ৮ই আগস্ট একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে বিকালে জসিম আওয়ামী লীগের দোহাই দিয়ে এলাকার স্থানীয় সস্ত্রাসী নিয়ে মুক্তিযোদ্ধা আবদুল মতিনের ছেলে সাংবাদিক এমএবি ছিদ্দিকের বাড়িতে মোবাইলে হুমকি দিয়ে সিএনজি ও হুণ্ডা নিয়ে এসে হামলা করে হত্যার করার হুমকি দিয়ে বলে- কে আমার কি করবে আমি দেখবো। বৃহস্পতিবার বিকালে তার মোবাইল নম্বর থেকে প্রতিবেদক এমএবি ছিদ্দিকের মোবাইলে ফোন করে হুমকি দেয়া হয়। হুমকির রেকর্ড দেখালে ও বিষয়টি সাংবাদিকদের মাঝে জানা জানি হলে ক্ষোভের সৃষ্টি হয়। সোনাইমুড়ী উপজেলার সিনিয়র সাংবাদিক সৈয়দ মো. সহিদুল ইসলাম রায়হান বলেন, আমি এই ঘটনা অবগত আছি।
জসিমের ভাই ইয়াছিন মাদকের সঙ্গে জড়িত ও মাদক ব্যবসা করে আসছিল। রাত সাড়ে ৯টায় তার বাড়িতে হামলা করার কথা শুনে রাতে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছি এবং হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। সোনাইমুড়ী প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা এমএ মতিন বলেন, সংবাদ প্রকাশের জের ধরে হুমকি দেয়ার ঘটনা ন্যক্কারজনক, আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি। প্রকাশিত সংবাদে ভুল বা অতিরঞ্জিত কিছু থাকলে তিনি মামলা করতে পারতেন। প্রতিবাদ দিতে পারতেন। তিনি সেটা না করে সন্ত্রাসী নিয়ে তাকে হত্যার জন্য তার বাড়িতে হামলা চালায়। বজরা ইউনিয়নের ছনগাঁও গ্রামের সাংবাদিকের বোন কুলছুম বেগমের দায়ের করা অপহরণের মামলাটি প্রত্যাহারের জন্যও বিভিন্ন মাদক ব্যবসায়ীকে দিয়ে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। এ ব্যাপারে সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ (পিপিএম) মানবজমিনকে বলেন, রাতে সাংবাদিককে হুমকি দেয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। এ নিয়ে স্থানীয় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর