× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সেই রেনের কাছে হার পিএসজি’র

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার

গত মৌসুমে ফরাসি কাপের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে শিরোপা জেতে রেন। এবার মৌসুমের দ্বিতীয় ম্যাচেই নেইমারের দলকে হারের তেতো স্বাদ উপহার দিলো তারা। রোববার রাতে ফরাসি লীগ ওয়ানের ম্যাচে রেনের মাঠে এগিয়ে থেকেও ২-১ গোলে পরাজিত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচের ৩৬তম মিনিটে রেনের ডিফেন্ডার দা সিলভার ভুলে পিএসজিকে এগিয়ে নেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। তবে বিরতির আগেই সেই গোল শোধ করে রেন। ৪৪তম মিনিটে সেনেগালের ২৪ বছর বয়সী ফরোয়ার্ড এম’বায়ে নিয়াং পিএসজি’র জালে বল জড়ান। এরপর ৪৮তম মিনিটে ফরাসি মিডফিল্ডার রোমান দেল ক্যাসিওর গোলে জয় কুড়ায় রেন। ম্যাচের পর দলের রক্ষণভাগের খেলোয়াড় থিয়াগো সিলভা বলেন, ‘মৌসুমের দ্বিতীয় ম্যাচে হারা লজ্জার ব্যাপার।’
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও পিএসজি দলে ছিলেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার।
বল দখলের লড়াইয়ে রেনের চেয়ে এগিয়ে থাকলেও পুরো ম্যাচে অন-টার্গেটে মাত্র দু’টি শট নিতে পেরেছে পিএসজি। যেখানে রেন শট নিয়েছে ৪টি। এদিন প্রতিপক্ষ রেনের (১৪) তুলানায় পিএসজি’র খেলোয়াড়রা বেশি ফাউল করেন (১৯)। ম্যাচের পর ব্রাজিলিয়ান তারকা সিলভাকে প্রশ্ন করা হয়েছিল, নেইমারের অনুপস্থিতিতি ও তার ক্লাব ছাড়ার গুঞ্জন দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি না? জবাবে থিয়াগো বলেন, ‘ম্যাচটা কঠিন ছিল। যদিও শুরুটা ভালো করেছিলাম। এরপর খেই হারিয়ে ফেলি। জানি না কেন এমন হয়েছে। তবে এটা (নেইমারের না খেলা) কোনো অজুহাত নয় ।’
আগামী ২৫শে আগস্ট ঘরের মাঠে নিজেদের তৃতীয় ম্যাচে তুলুজের মোকাবিলা করবে পিএসজি। ওই ম্যাচেও নেইমার খেলবেন কি না, ব্যাপারটা ধোঁয়াশাই থেকে গেল। তবে রেনের কাছে হারের পর পিএসজি কোচ টমাস টুকেল বলেন, নেইমারকে মিস করেছেন তিনি। টুকেল বলেন, নেইমার পিএসজি ছাড়বে না, যতক্ষণ না তার বিকল্প আসছে। এটা সম্ভব নয়।
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে চোটের কারণে ফরাসি জায়ান্টদের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি এই ব্রাজিলিয়ার সুপারস্টার।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর