× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ভোগান্তির রেকর্ডে চেলসি কোচ ল্যাম্পার্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার

চেলসির কোচ হিসেবে ঘরের মাঠে অভিষেকেও জয় অধরা দলটির সাবেক খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের। গতকাল স্ট্যামফোর্ড ব্রিজে লেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে তার দল। তাতে এক ভোগান্তির রেকর্ডে নাম লিখিয়েছেন ল্যাম্পার্ড। ২০১২-১৩ মৌসুমে রাফায়েল বেনিতেজের পর চেলসির দ্বিতীয় কোচ হিসেবে নিজের প্রথম তিন ম্যাচে জয়হীন থাকলেন তিনি। এর আগে উয়েফা সুপার কাপে লিভারপুলের কাছে টাইব্রেকারে হারে চেলসি আর ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে বিধ্বস্ত হয় ৪-০ গোলে।
ট্রান্সফার নিষেধাজ্ঞার কারণে গ্রীষ্মকালীন দলবদলে কোনো খেলোয়াড় কিনতে পারেনি চেলসি। উল্টো দলের সেরা খেলোয়াড় ইডেন হ্যাজার্ডকে হারিয়েছে তারা। হ্যাজার্জ যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। আক্রমণাভাগের খেলোয়াড় অলিভার জিরু, পেদ্রো রদ্রিগেজ, উইলিয়ান কেউই ধারাবাহিক নন।
নতুন খেলোয়াড় টামি আব্রাহাম মোটামুটি ভালো করছেন। আর ল্যাম্পার্ড মনে করেন, চেলসির গুছিয়ে উঠতে খানিকটা সময় লাগবে। লেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর তিনি বলেন, ‘আমরা ভালো করতে চাই। আমরাদের অনেক সমস্যা আছে। দলকে সহযোগিতা করতে পারে এমন খেলোয়াড় সঙ্গে করে নিয়ে আসতে পারিনি আমি। ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য হ্যাজার্ডকে হারিয়েছি। আমার মনে হয় সবাই ব্যাপারটা বুঝতে পারছে। আমাদের ধৈর্য্য ধরতে হবে। তবে এটাকে আমি খুব বড় অজুহাত বলবো না। আমরা যদি ৬০ মিনিট ভালো খেলতে পারি তবে আমরা কেন পুরো ম্যাচে ভালো করতে পারবো না?’
স্ট্যামফোর্ড ব্রিজে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দারুণ খেলেছিল চেলসি। ৭তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্টের গোলে এগিয়ে যায় অল ব্লুরা। তবে দ্বিতীয়ার্ধে লিডটা ধরে রাখতে পারেনি তারা। ৬৭তম মিনিটে নাইজেরিয়ান উইলফ্রেড এন’ডিডির গোলে চেলসির পয়েন্টে ভাগ বসায় কোচ ব্রেন্ডন রজার্সের লেস্টার সিটি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর