× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) আগস্ট ২০, ২০১৯, মঙ্গলবার, ৩:৪২ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কে›ন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি যদি হামলার শিকার হন, তা হলে আমরা কেউ নিরাপদ না। ভিপি নুর নিজ এলাকায় আক্রান্ত হয়েছেন। তাই আমরাও আমাদের এলাকাসহ কোথাও নিরাপদ না। শিক্ষার্থীরা হামলাকারীদের শাস্তি ও ভিপি নুরের নিরাপত্তার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এ পর্যন্ত ভিপি নুরের ওপর আটবার হামলা হয়েছে। প্রায় প্রতিটি হামলার সঙ্গে সরকারদলীয় সমর্থকরা জড়িত ছিলেন।
শিক্ষার্থীরা হামলাকারীদের বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, হামলার বিষয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ভিপি নুর অভিযোগ করেছেন, গত ১৪ই আগস্ট চরবিশ্বাস থেকে দশমিনা যাওয়ার পথে উলানিয়া বাজারে পটুয়াখালী-৩ এর সংসদ সদস্য এসএম শাহজাদা সাজুর নির্দেশে গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহের নেতৃত্বে তার ওপর হামলা হয়। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের প্রায় শতাধিক নেতাকর্মী তাকে হত্যার উদ্দেশ্যে রড, স্টিলের পাইপ ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায় বলে জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর