× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে বিক্ষোভ : ৭৭ বস্তা চাল জব্দ

অনলাইন

লক্ষ্মীপুর প্রতিনধি
(৪ বছর আগে) আগস্ট ২০, ২০১৯, মঙ্গলবার, ৩:৫৭ পূর্বাহ্ন

দুস্তদের জন্য বরাদ্ধকৃত ভিজিএফের চাল আতœসাতের অভিযোগ উঠছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ (মিন্টু ফরাজীর)’র বিরুদ্ধে। এ ঘটনার বিচারের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ট্যাক অফিসার মো. টিপু সুলতান ঘটনাস্থলে পৌঁছে ৭৭ বস্তা চাল জব্দ করেন। সেইসঙ্গে গুদাম সিলগালা করা হয়।

স্থানীয়রা জানান, ঈদের আগে অসহায় ও দুস্তদের জন্য বরাদ্ধকৃত চাল বিতরণ না করে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ৭৭ বস্তা চাউল আতœসাত করার পরিকল্পনা করেন। বিষয়টি টের পেয়ে পাহারা বসায় স্থানীয় লোকজন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবু জাফর মো.সালেহ (মিন্টু ফরাজী) সহ জড়িতদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

এদিকে দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব মো. তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিতরণ না করে ভিজিএফের চাল গুদামে মজুদ রাখা হয়।
এই চাল বিতরণ করার জন্য চেয়ারম্যান ও ইউপি সদস্যেদের বলা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান তিনি।

ট্যাক অফিসার মো. টিপু সুলতান জানান, এসব চাল ঈদের আগে অসহায় ও দুস্তদের মধ্যে বিতরণ করার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসব চাল বিতরণ করেননি। প্রাথমিকভাবে ৭৭ বস্তা ভিজিএফের চাল জব্দ করে গুদামে সিলগালা করা হয়েছে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম বানু শান্তি জানান, ঈদের আগের এসব চাল বিতরণ না করে গুমামে রাখার এখতিয়ার নেই।  এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর