× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বর্ষসেরা গোলের তালিকায় মেসি থাকলেও নেই রোনালদো

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার

বর্ষসেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত দশজনের তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ২০১৮ সালের ১৬ই জুলাই থেকে চলতি বছরের ১৯শে জুলাই পর্যন্ত হওয়া গোলগুলো থেকে বাছাই করা হয়েছে সেরা ১০টি গোল। এ তালিকায় রেকর্ড সপ্তমবারের মতো জায়গা করে নিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেসির সাবেক ক্লাব সতীর্থ ও লা গ্যালাক্সির বর্তমান খেলোয়াড় জøাতান ইব্রাহিমোভিচও রয়েছেন। তবে বাদ পড়েছেন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তালিকায় নারী ফুটবলার তিনজন। এরা হলেন অ্যামি রদ্রিগেজ, আজারা চাউত ও বিলি সিম্পসন। এবার ভোটাভুটি চলবে ১লা সেপ্টেম্বর পর্যন্ত।

১০ জনের সংক্ষিপ্ত তালিকা
১. ম্যাথিউজ সুনহা (ব্রাজিল, রেডবুল লাইপজিগ)
২. জøাতান ইব্রাহিমোভিচ (সুইডেন, এলএ গ্যালাক্সি)
৩. লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা)
৪. আজারা চাউত (ক্যামেরুন)
৫. ফাবিও কোয়ালিয়ারেল্লা (ইতালি, সাম্পদোরিয়া)
৬. হুয়ান ফার্নান্দো কুইন্তেরো (কলম্বিয়া, রিভার প্লেট)
৭. অ্যামি রদ্রিগেজ (যুক্তরাষ্ট্র, উতা রয়্যালস)
৮. বিলি সিম্পসন (উত্তর আয়ারল্যান্ড)
৯. আন্দ্রেস টাউনসেন্ড (ইংল্যান্ড, ক্রিস্টার প্যালেস)
১০. ড্যানিয়েস সরি (হাঙ্গেরি, ডেব্রেসেন এফসি)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর