× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাট করে বানানো আলোচিত সেই মার্কেট উচ্ছেদ

অনলাইন

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া থেকে
(৪ বছর আগে) আগস্ট ২০, ২০১৯, মঙ্গলবার, ৫:৫১ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাট করে বানানো সুপার মার্কেট অপসারনে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শামসুজ্জামান এবং ৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী এই উচ্ছেদ অভিযান চালায়। পুলিশ ছাড়াও র‌্যাবের একটি দল উপস্থিত ছিলো অভিযান চলাকালে। এসময় শহরের কোর্ট রোড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। উচ্ছেদ প্রত্যক্ষ করতে শতশত সাধারন মানুষ সেখানে ভীড় জমান। কয়েক ঘন্টা ধরে চলে এই অভিযান। শহরের কোর্ট রোড এলাকার গোলাপ রেস্ট হাউজ সংলগ্ন ওই পুকুরটি একটি প্রভাবশালী পরিবারের লোকজন গত এক মাস ধরে ভরাট করে। এরপর সেখানে মার্কেট গড়ে তোলে।
কিন্তু প্রশাসন কয়েক দফা অভিযান চালিয়ে এই ভরাট ঠেকাতে ব্যর্থ হয়। পরিবেশ অধিদপ্তরও  অসহায় হয়ে পড়ে।  মোট কথা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই ভরাট কাজ সম্পন্ন করা হয়। । একবছর আগে পুকুর থাকা অবস্থাতেই শ্রেনী পরিবর্তন করে কাগজপত্রে ভিটি বানানো হয় পুকুরটিকে। ৭৬ শতক আয়তনের এই পুকুরটির মালিকানা নিয়েও কথা আছে। ভূমি রেকর্ড অনুসারে পুকুরটির দেবোত্তর সম্পত্তি বলে জানা যায়। কিন্তু বিএস রেকর্ডে পুকুরটির মালিকানা হয়ে যায় শহরের পৈরতলার বজলুর রহমানের ছেলে আনিসুর রহমান আনিস, ফারুক আহমেদ ও গোলাপ মিয়াসহ তাদের ৪ ভাইয়ের নামে। এই পুকুর ভরাটের বিষয়টি আলোচিত হয়ে উঠে জেলা শহরে। এনিয়ে সোমবার দৈনিক মানবজমিনে একটি রিপোর্ট প্রকাশিত হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর