× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকুন্দিয়ায় বাল্যবিবাহের দায়ে বরের জেল

বাংলারজমিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, বুধবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অপ্রাপ্ত বয়স্ক এক মেয়েকে বিবাহ করার অপরাধে রবিন মিয়া (২৫) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ওই যুবককে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান। জানা যায়, উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের অপ্রাপ্ত বয়স্ক অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে গত বছরের ৩০শে সেপ্টেম্বর আদালতে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার বাসুরচর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রবিন মিয়া। সোমবার দুপুরে মেয়ের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে ভোজের আয়োজন করা হয়। এদিকে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বাল্যবিবাহ দেয়া হচ্ছে এমন খবরে ওই বাড়িতে হাজির হয় পুলিশ। পরে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিবাহ করার অপরাধে বরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিবাহ করার অপরাধ স্বীকার করে বর রবিন মিয়া। পরে ভ্রাম্যামাণ আদালতের বিচারক একেএম লুৎফর রহমান উপস্থিত লোকজনের সামনে বর রবিন মিয়াকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১০(২) ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।
এ সময় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ও ভূমি অফিসের নাজির মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাল্যবিবাহ নিরোধ আইনে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিবাহ করার অপরাধে রবিন নামে ওই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর