× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দুর্গাপুরে অস্ত্রের মুখে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
২১ আগস্ট ২০১৯, বুধবার

দুর্গাপুরে অস্ত্রের মুখে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার পুরান তাহেরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু কনা এ তথ্য নিশ্চিত করে জানান, স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য আশেপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছিল। মঙ্গলবার ভোরবেলায় উপজেলার সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে টহল পুলিশ। এর আগে উপজেলার কয়াজামপুরে দশম শ্রেণির এ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে তার পরিবার। অভিযোগের তীর ছুড়ে উপজেলায় আওয়ামী লীগ নেতার ছেলে টুটুল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এসময় দুর্বৃত্তরা ওই ছাত্রীর মাকে মারপিট করে এবং বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের ছেলে টুটুল বেশ কিছুদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল।
অভিযোগ করেও কাজ না হওয়ায় সেই বখাটের হাত থেকে রক্ষা করতে মেয়েটির বিয়ে ঠিক করে তার পরিবার। বখাটে টুটুল স্কুলছাত্রীর বিয়ের কথা শুনে গত সোমবার বিকালে দুটি মোটরসাইকেলে চার থেকে পাঁচজন পিস্তল ও ধারালো অস্ত্রসহ ছাত্রীর বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। ফিরে যাবার সময় তারা বাসায় থাকা ছাত্রীকে অস্ত্রের মুখে মোটরসাইকেলে তুলে নিয়ে চলে যায়। এসময় ছাত্রীর মা বাধা দিতে গেলে তাকে আঘাত করে দুর্বৃত্তরা। দুর্গাপুর থানার ওসি খুরশিদ বানু কণা জানান, অভিযুক্ত টুটুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপহৃত স্কুলছাত্রী পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর