× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বরগুনায় আদালত চত্বর থেকে বাদীকে অপহরণের ২ ঘণ্টা পর উদ্ধার

বাংলারজমিন

বরগুনা প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, বুধবার

বরগুনার পাথরঘাটায় আদালত চত্বর থেকে গাছ বিক্রির পাওনা টাকা আদায়ের একটি মামলার হাজিরা দিতে যাওয়ার সময় বাদীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণের ২ ঘণ্টার মধ্যেই আদালতের নির্দেশে বাদীকে উদ্ধার করে পাথরঘাটা থানা পুলিশ। বর্তমানে তিনি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত ও মামলার বাদী জালাল হাওলাদার (৭০) পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কুপদোন গ্রামের মৃত নজর আলী হাওলাদারের ছেলে। মামলার সূত্রে ও অপহৃত জালালের বোন কুলসুম ও মমতাজ বেগম থেকে জানা যায়, একই গ্রামের মো. হারুনসহ ৬ জনকে আসামি করে গাছ বিক্রির পাওনা টাকা আদায়ের একটি মামলা করেন জালাল হাওলাদার। ওই মামলার ধার্য তারিখে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় আদালত চত্বর থেকে দুইটি মোটরসাইকেলে ৬ থেকে ৭ জন লোক এসে জালালকে তুলে নিয়ে যায়। তারা বলেন, এ সময় আমরা বাধা দিলে আমাদের মারধর করে এবং প্রত্যক্ষদর্শী এই মামলা পরিচালনাকারী অ্যাডভোকেটের সহকারী (মুহুরি) আলম মিয়াকেও মারধর করে দুর্বৃত্তরা।
এদিকে জলালকে অপহরণের ঘটনা তাৎক্ষণিক তার বোন কুলসুম ও মমতাজ আদালতকে অবহিত করলে বিচারক পাথরঘাটা থানা পুলিশকে অপহৃতকে উদ্ধারের নির্দেশ দেন। পুলিশ পাথরঘাটা কলেজ গেট এলাকা থেকে জালালকে আহত অবস্থায় উদ্ধার করে আদালতে হাজির করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর