× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটের লালাখাল সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ জন গুলিবিদ্ধ, নৌকা আটক

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২১ আগস্ট ২০১৯, বুধবার

 সিলেটের লালাখাল সীমান্তের সারী নদীর বাংলাদেশ সীমার উপরিভাগে চোরাকারবারিরা নৌকা নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশকালে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছে। এ সময় চোরাই মালসহ চারটি নৌকা আটক করেছে ভারতীয় বাহিনী। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে গত কয়েক সপ্তাহ থেকে বাংলাদেশের চোরাকারবারিরা মটর পাচার করে আসছে। ভারতের বাজারে মটরের চাহিদা বেড়ে যাওয়ায় অধিক মুনাফা লাভের জন্য স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থান থেকে নিজেদের দোকানের চাহিদা দেখিয়ে মটর ক্রয় করে নিয়ে আসছে। বাংলাদেশি চোরাকারবারিরা এসব ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চ মূল্যে মটর ক্রয় করে রাতের আধারে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাটসহ প্রতিটি উপজেলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে এসব মটর। মাঝে মধ্যে সীমান্তরক্ষী বাহিনী লোক দেখানো কয়েকবস্তা মটর আটক করলেও তাদের অগোচরে প্রতিদিন সড়ক ও নৌ-পথে হাজার হাজার বস্তা মটর ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশে বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে। সোমবার রাত ২টায় প্রতিদিনের মতো ফেরিঘাট নদীর খেয়াঘাটে ইঞ্জিনচালিত নৌকা বোঝাই করে সারী নদী দিয়ে লালাখাল বিজিবি ক্যাম্পের সম্মুখ হয়ে ভারতে প্রবেশকালে সীমান্ত পিলার ১৩শ’ এর সাব পিলার ১/২ কাছে তেলেঞ্জীবাড়ীর লালমিয়ার ঘাটে পৌঁছা মাত্র ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়। এ সময় চোরাকারবারিরা বিএসএফের তাড়া খেয়ে পালিয়ে যায়।
অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পায়। চোরাকারবারিরা মটর বোঝাই ইঞ্জিন নৌকা রেখে পালিয়ে গেলে বিএসএফ ৪টি নৌকা আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। অপর একটি নৌকা চোরাকারবারিরা মটরসহ নদীতে ডুবিয়ে দেয়। আহত চোরাকারবারিরা হলো- উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী গ্রামের মৃত আখলু মিয়ার ছেলে রুহুল মিয়া (৩৫) ও তার সহোদয় আজহার মিয়া (৩০)। আহতরা আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছে বলে এ প্রতিবেদককে জানান স্থানীয় বাসিন্দারা। বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার জানান, গত রাতে কয়েকটি নৌকা সারী নদী হয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ গুলি ছুড়ে। এতে কেউ আহত হলে আমাদের লোকজন তাদের খোঁজ নিতে এবং ক্যাম্পে নিয়ে আসতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে ১৯ ব্যাটালিয়নের সিও লে. কর্নেল সাঈদ জানিয়েছেন, সীমান্ত এলাকার চোরাকারবারিরা মটরসহ নৌকা নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ৩ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় চোরাকারবারি আহত হওয়ার ঘটনা শুনতে পেরেছি এখনো নিশ্চিত হতে পারিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর