× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসে উন্নতি প্রয়োজন’

খেলা

স্পোর্টস রিপোর্টার
২১ আগস্ট ২০১৯, বুধবার

বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের ফিটনেসে আরো উন্নতি প্রয়োজন বলে মনে করেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস। বর্তমানে শ্রীলঙ্কান ইমার্জিং ক্রিকেট দলের কোচের দায়িত্বে থাকা ভাস গতকাল শেরে বাংলার একাডেমি মাঠে সাংবাদিকদের বলেন, ‘আমি দেখেছি বাংলাদেশ দলে বেশ কিছু প্রতিভাধর ক্রিকেটার আছে। তাদের স্কিলও ভালো। তবে তাদের ফিটনেস বাড়াতে হবে। এটা যে বাংলাদেশের ছেলেদের কথা বলছি, তা নয়। লঙ্কানদের জন্যও একই কথা প্রযোজ্য। ছেলেরা বয়সে নবীন। ২১-২২ বছর বয়স।
তাদের প্রত্যেকের ফিটনেস লেভেলটা উন্নত করা খুব প্রয়োজন।’ বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে এখন ঢাকায় অবস্থান করছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে তারা। আজ বিকেএসপিতে দ্বিতীয় ম্যাচে ইমার্জিং টাইগারদের বিপক্ষে মাঠে নামবে লঙ্কান ইমার্জিংরা। এই সিরিজে বাংলাদেশ লড়ছে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বে। ২৪শে আগস্ট খুলনার তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম ম্যাচে লঙ্কান ইমার্জিং দলের ৩০৪ রানের বড় সড় স্কোরের জবাবে ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভাস। তিনি বলেন, ‘ছেলেরা সময়টা উপভোগ করছে। সেই সঙ্গে হোমওয়ার্কটাও সেরে ফেলেছে। আমার বিশ্বাস, দ্বিতীয় ওয়ানডেতেও ছেলেরা (লঙ্কান ইমার্জিং দলের তরুণরা) ঠিক ২২ গজে ভাল পারফরম করবে। এবং শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য যেটা করণীয় ও সঠিক কাজ, তাই করে দেখাবে।’
তবে শান্তদের একেবারে হালকাভাবেও নিচ্ছে না ভাস। আজ স্বাগতিক ছেলেরা ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করেন ভাস। লঙ্কান ইমার্জিং দলের কোচ বলেন, আপনি বলতে পারেন না স্বাগতিকরা খুব বেশি খারাপ খেলেছে। সেটা আরেক দিনের ঘটনা। আরেকটি ম্যাচ ছিল। যেকোনো দলেরই অমন হতে পারে। তবে আমার ধারণা এবং আমি নিশ্চিত, স্বাগতিক তরুণরা ঠিক ঘুরে দাঁড়াতে পারে। এবং কঠিন লড়াই ও প্রতিরোধও গড়ে তুলতে পারে। কাজেই আমার ছেলেরা মোটেই বাংলাদেশ ইমার্জিং দলকে হালকাভাবে নিচ্ছে না। মাঠের সেরা দলই জিতবে সিরিজ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর