× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

৩ বছরেও শেষ হয়নি ত্রিবেণী ব্রিজের নির্মাণ কাজ

বাংলারজমিন

নূরুজ্জামান মোল্লা, বন্দর (নারায়ণগঞ্জ) থেকে
২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার

জাইকার অর্থায়নে স্বল্প দৈর্ঘ্যের এক বছর মেয়াদের  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২১ নং ওয়ার্ড বন্দর এলাকার ত্রিবেণী ব্রিজের নির্মাণ কাজ ৩ বছরেও শেষ হয়নি। মাত্র ২০ মিটার দৈর্ঘ্য ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় উপজেলার কলাগাছিয়া, ঘারমোড়া, আলীনগর, ফেরাযীকান্দা, মদনগঞ্জ ও  দড়িসোনাকান্দা সহ আশেপাশের  ৮-১০টি গ্রামের জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঠিকাদার প্রতিষ্ঠানের মনগড়া ও  গাফিলতির কারণে এক বছর মেয়াদের নির্মাণ কাজ ৩ বছরেও শেষ হচ্ছে না।  গ্রামবাসী জানান, নতুন ব্রিজ নির্মাণের জন্য ৩ বছর আগে পুরনো ব্রিজ ভেঙে ফেলেন ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক গিয়াসউদ্দিন আহমেদ। নতুন ব্রিজের নির্মাণ শুরু হলেও কাজ চলছে ধীরগতিতে। এ কারণে ৩ বছরেও নির্মাণ সম্পন্ন হয়নি। দুই বছর আগেই কাজের মেয়াদকাল শেষ হয়ে গেছে। এ পথ দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বর্তমানে নির্মাণ কাজ বন্ধ থাকায় জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ত্রিবেণী এলাকার ডালিম হায়দার জানান, সিটি করপোরেশন ২১ ওয়ার্ডের আদি ব্রহ্মপুত্র নদের সঙ্গে সংযুক্ত ত্রিবেণী খালের ওপর ব্রিজটি উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৮-১০টি গ্রামের জনসাধারণের চলাচলের একমাত্র সড়ক। ত্রিবেণী খালের উপর দিয়ে গেছে এই সড়ক। জনসাধারণের চলাচলের সুবিধার্থে পুরাতন ব্রিজ ভেঙে নতুন  ব্রিজ নির্মাণ শুরু করা হয়। নির্মাণ কাজ ধীরগতিতে চলছে বলে চরম দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। ২১ নং ওয়ার্ড কাউন্সিলর  হান্নান সরকার বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে ৩ বছরেও ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়নি। ঠিকাদারকে চাপ দেবো যাতে করে দ্রুত সম্ভব নির্মাণ কাজ শেষ হয়।   যানবাহন চলাচলের জন্য বিকল্প  ব্যবস্থা করা হবে।  ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক  গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ত্রিবেণী ব্রিজ নির্মাণ কাজ প্রায় শেষ। এখন চলছে অ্যাপ্রোচ রোড নির্মাণ কাজ। পুরনো ব্রিজ ভাঙতে অনেক সময় লেগেছে। এ ছাড়াও ব্রিজের দুই পাশের জায়গা দখল মুক্ত করতে দীর্ঘ সময় লাগায় ব্রিজ নির্মাণে এত সময় লেগে যাচ্ছে। দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর