× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সাভারে জমি নিয়ে বিরোধের জের ধরে মার্কেট ভাঙচুর

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার

 সাভারে জমি নিয়ে বিরোধের জের ধরে রাতের আঁধারে একটি  মার্কেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে গণস্বাস্থ্য কর্তৃপক্ষের বিরুদ্ধে। গতকাল ভোররাতে ঘোড়াপীর মাজারের সামনে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও র‌্যাব-৪ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী মার্কেট মালিক সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির আহমেদ বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে ভোররাতে গণস্বাস্থ্য কর্তৃপক্ষ ১৫ শতাংশ জমিতে নির্মিত আমার ১৫টি দোকান ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় এবং দোকানে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে এসে একজনকে আটক করে পুলিশে দিয়েছি। ঘটনাটি থানা পুলিশ ও র‌্যাব-৪ কে জানানো হলে তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে হামলা ও ভাঙচুরের বিষয়ে গণস্বাস্থ্য হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের বলেন, নাছির আহমেদের সঙ্গে আমাদের জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে।
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবো। কিন্তু কে বার কারা তাদের মার্কেট ভাঙচুর করেছে সে বিষয়টি আমাদের জানা  নেই। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দীপু বলেন, ঘোড়াপীর মাজার এলাকায় একটি মার্কেট ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর