× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আগামী বছরই অবসর নিতে পারেন রোনালদো!

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার

আগামী বছরই ফুটবল ছেড়ে দেয়ার ইঙ্গিত দিয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বিষয়ে পর্তুগিজ টেলিভিশন টিভিআইকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন,‘আমি আসলে অবসরের বিষয়ে ভাবছি না। হয়ত আমি আমার ক্যারিয়ারের ইতি টানতে পারি আগামী বছর। আবার ৪০-৪১ বছর পর্যন্তও খেলা চালিয়ে যেতে পারি। আসলে আমি এ বিষয়ে নিশ্চিত না। আমি সব সময় বলি, আমি মাঠের মুর্হূতটা উপভোগ করছি এবং তা এভাবেই উপভোগ করতে চাই।’ গত মৌসুমে রোনালদো জুভেন্টাসে জার্সিতে ২৮ ম্যাচে ৪৩ গোল করেন রোনালদো। এর আগে ২০০৯-২০১৮ সাল পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতায় ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছিলেন। তিনি রিয়ালকে এনে দেন ৪টি চ্যাম্পিয়ন্স লীগ ও ২টি লা লিগা শিরোপা।
রিয়ালে আসার আগে ২০০৩-২০০৯ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতায় ২৯২ ম্যাচে ১১৮ গোল করেন রোনালদো। ম্যানচেস্টারকে ১টি চ্যাম্পিয়ন্স লীগও ৩টি প্রিমিয়ার লীগের মুকুট এনে দেন এ পর্তুগিজ তারকা। দলীয় এছাড়াও ব্যক্তিগতভাবে ৫টি ব্যালন ডি’অর অর্জন করেন তিনি। তাই কিছুটা গর্ব নিয়েই রোনালদো বললেন, ’আমার মতো এত রেকর্ড আর কোনো ফুটবলারের আছে কিনা তা আমার জানা নেই।’
রোনালদোকে আইডিয়াল ক্রীড়া ব্যক্তিত্ব মনে করেন তার ক্লাব সতীর্থ সেমি খেদিরা। কিকারকে রোনালদো সর্ম্পকে জার্মান তারকা খেদিরা বলেন,’বাস্কেটবল খেলোয়াড় লেবর্ন জেমস বা আমেরিকান ফুটবলার (রাগবি) টম ব্রাডির মতো রোনালদো সকল খেলোয়ারের জন্য উদাহরণ স্বরূপ।’ শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় পার্মার বিপক্ষে মাঠে নামবে সিআর সেভেনের জুভেন্টাস। সিরি আয় টানা ৮ বারের চ্যাম্পিয়ন তারা।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর