× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

রিয়াল বেটিসের বিপক্ষে ফেরার আশা মেসির

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার

চোটে জর্জর বার্সেলোনা। এদিকে ফিলিপ কুটিনহো, ম্যালকম পাড়ি জমিয়েছেন নতুন ঠিকানায়। রিয়াল বেটিসের বিপক্ষে সোমবার কাদের দিয়ে আক্রমণভাগ সাজাবেন তাই নিয়ে বিপাকে বার্সেলোনা কোচ আরনেস্তো ভালভার্দে। তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত বলছে, বেটিসের বিপক্ষে খেলার জোর সম্ভাবনা রয়েছে মেসির। কাফ (পায়ের গুল) ইনজুরির কারণে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার মৌসুমের প্রথম ম্যাচ খেলতে পারেননি মেসি। তাকে ছাড়া ১-০ গোলে হেরে যায় টানা দুইবারের চ্যাম্পিয়নরা।
আক্রমণভাগের খেলোয়াড় উসমান দেম্বেলে, লুইস সুয়ারেজ চোটে ভুগছেন। সম্ভবত বেটিসের বিপক্ষে খেলা হচ্ছে না উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজের।
আর হ্যামস্ট্রিং চোটে ৫ সপ্তাহের জন্য ছিটকে গেছেন ফরাসি তারকা দেম্বেলে। মেসির ফেরার খবর তাই বার্সেলোনা ভক্তদের স্বস্তি দেবে। স্পোর্তের সিনিয়র স্পোর্টস রিপোর্টার জর্দি গিল জানিয়েছেন, ৩২ বছর বয়সী মেসি চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন। শুক্রবার সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। তবে রিয়াল বেটিসের বিপক্ষে তিনি পুরো ৯০ মিনিট খেলবেন কিনা সে নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। কারণ সদ্যই চোট কাটিয়ে ফেরায় তার ব্যাপারে সর্তক থাকবে বার্সেলোনা।
বরাবরের মতো গত মৌসুমটাও অসাধারণ কাটে মেসির। লা লিগায় ৩৪ ম্যাচে করেন ৩৬ গোল। তাতে টানা দ্বিতীয় মৌসুমের মতো লীগ শিরোপা জেতে বার্সেলোনা। তবে এবার শুরুতেই হোঁটচ খেলো তারা। ১০ বছর পর মৌসুমের প্রথম ম্যাচে হার দেখা বার্সার জন্য শিরোপা ধরে রাখা বোধ হয় খুব একটা সহজ হবে না!
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর