× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার

বাংলারজমিন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকা থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। মৃত বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বনের মধ্যে বাঘটির মরদেহ দেখতে পেয়ে বনকর্মীরা। পরে বনকর্মীরা মরদেহটি গতকাল (বুধবার) শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। মরদেটি একটি বাঘিনীর এবং তার লেজসহ দৈর্ঘ্য ৮ ফুট ও উচ্চতা আড়াই ফুট। মৃতদেহেটির ময়না তদন্ত শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ ও ডা. মো. আব্দুল্লাহ আল-মামুন যৌথভাবে সম্পন্ন করেছেন। শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ জানান, কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, ময়নাতদন্তে প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। তবে, বাঘটির লিভার, কিডনিসহ অন্যান্য অর্গান কেমিকেল পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ছাপড়াখালী এলাকায় টহলের সময় বনরক্ষীরা বাঘের মৃতদেহটি দেখতে পায়। পরে উদ্ধার করে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে।
তিনি আরো বলেন, মৃত বাঘটির চামড়া আমরা সংরক্ষণ করা হবে। দেহটি শরণখোলা রেঞ্জ কার্যালয়ের অভ্যন্তরে মাটিচাপা দেয়া হয়েছে। খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ) মো. মোদিনুল আহসান রেঞ্জ পরিদর্শন শেষে জানান, বয়সের কারণে বাঘটি মারা যেতে পারে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর