× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

এবার নেইমারের কারণে পিএসজির জরিমানা

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, শুক্রবার

আবারো ভিন্ন কারণে খবরের শিরোনাম হলেন নেইমার। অবশ্য ঘটনায় সরাসরি দায় নেই নেইমারের। তাকে উদ্দেশ্য করে দর্শকরা কটূক্তি এবং আপত্তিকর ব্যানার মাঠে আনার কারণে জরিমানা গুনতে হলো তার দল প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। গত ১২ই আগস্ট ফরাসি লীগ ওয়ান আসরে নিমের বিপক্ষে ম্যাচে ছিলেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। সে ম্যাচে ৩-০ গোলে জেতে পিএসজি। সেদিন গ্যালারিতে দেখা যায় দুইটি ব্যানার। যেখানে লেখা ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পিএসজি ছাড়ার পরামর্শ এবং তার আচার আচরণে দর্শকদের অসন্তুষ্টির কথা। কিন্তু এমন ব্যানারকে সহজভাবে নেয়নি ফরাসি পেশাদার ফুটবলারদের সংগঠন।
দর্শকদের এমন আচরণের কারণে পিএসজিকে তারা ২০০০ ইউরো জরিমানা করেছে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়েছে ফরাসি লীগের বর্তমান চ্যাম্পিয়নদের। চলতি মৌসুমে এখনো পিএসজির জার্সি গায়ে নামা হয়নি নেইমারের। কখনো বার্সেলোনা, আবার কখনো তার রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার খবর চাউর হচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর