× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মানচিত্র মুছে ফেলার চক্রান্ত করা হয়েছিল: বস্ত্র ও পাটমন্ত্রী

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২৩ আগস্ট ২০১৯, শুক্রবার

 বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে এদেশের মানচিত্র মুছে ফেলার চক্রান্ত করা হয়েছিল। একাত্তরের পরাজিত শক্তিদের মদদেই খুনিরা বাঙালির শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করা হয়েছিল। খুনিরা জানতো বঙ্গবন্ধুর কারণেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এদেশের আপামর জনগণ জাতির পিতার শানিত আহ্বানে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তাকে হত্যার মধ্য দিয়ে খুনিরা বাংলাদেশের অস্তিত্ব শেষ করে ফেলতে চেয়েছিল। তিনি আরো বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলাও একই অপশক্তি তারা তাদের দোসরদের রচিত চক্রান্ত। তাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সকল হত্যাকারীকে খুনের শাস্তি পেতে হবে। যারা বিদেশ পলাতক আছে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
গতকাল বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম জাহাঙ্গীরের ব্যবস্থাপনায় ও ইউনিয়ন সভাপতি আফাউদ্দিন খানের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) মশিউর রহমান বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, ব্যারিস্টার শামীম আজিজ, কেন্দ্রীয় হকার্সলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন কমল, কাইয়ুম বঙ্গবাসী, খাইরুল আলম নয়ন, আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, যুবলীগ নেতা শাহিন মালুম, হুমায়ন আহমেদ, জাকির হোসেন, বাবুল মিয়া, সেকান্দর, জেলা ছাত্রলীগ নেতা ইমন মিয়া, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সিপন, হারুন অর রশিদ বিপ্লব প্রমুখ।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর