× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ময়মনসিংহে ৩শ’ জুয়াড়ি আটক

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
২৪ আগস্ট ২০১৯, শনিবার

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন ক্রীড়া পল্লীতে র‌্যাব-১৪ এর ৫ ঘণ্টা অভিযানে প্রায় ৩শ’ জুয়াড়িকে আটক করা হয়। ভবিষ্যতে আর জুয়া খেলবে না এই মর্মে মুচলেকা দিলে ছেড়ে দেয়া হয়। এ সময় ১৯৭টি মোবাইল ও প্রায় ৫০০ বান্ডেল তাস জব্দ করে ধ্বংস করা হয়। সেই সঙ্গে জুয়া আইনে ১০টি মামলা করা হয়। এছাড়া ১০টি ক্লাব বন্ধ করে দেয়া হয় ও প্রায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ সিদ্দিকী ও র‌্যাব-১৪ এর পরিচালক লে. কর্নেল ইফতেখার উদ্দিনের পরিচালনায় গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে রাত ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। র‌্যাব-১৪ মিডিয়া অফিসার এএসপি তৌফিকুল আলম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়াড়ি সংখ্যা কমবেশি হতে পারে। তিনি জানান, দীর্ঘদিন ধরে নগরীর এ গুরুত্বপূর্ণ স্থানটিতে রাতের আঁধারে কোটি কোটি টাকার জুয়া খেলা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর