× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

শাহরাস্তিতে স্কুলছাত্রীকে তুলে নিয়ে নির্যাতন

বাংলারজমিন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, শনিবার

শাহরাস্তিতে এক স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে বিয়েতে রাজি করানোর নামে তুলে নিয়ে নির্যাতন চালিয়েছে একদল বখাটে যুবক। গত বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা হোসেনপুর বালিকা উচ বিদ্যালয়ের ছুটি শেষে ওই শিক্ষার্থী বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি নির্যাতনের শিকার শিক্ষার্থীর স্বজনরা অবগত হয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারকে বিষয়টি অবহিত করেন।
নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ৪-৫ মাস আগে ওই বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ুয়া নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীকে একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. খোকন (২৪) স্থানীয় ইউপি সদস্য আবুর মাধ্যামে বিয়ের প্রস্তাব দেয়। তখন ওই শিক্ষার্থীর পরিবার তাদের মেয়ের  বিয়ের উপযুক্ত বয়স না হওয়ার ওই প্রস্তাব ফিরিয়ে দেন। ওই প্রস্তাব ফেরত আসায় খোকন ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটি শেষে ওই শিক্ষার্থীর গতিরোধ করে আবারো তাকে বিয়ের প্রস্তাব দেয়। ওই প্রস্তাবটি শিক্ষার্থী শোনামাত্র আবারো ফিরিয়ে দিলে, খোকন ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে তুলে নিয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে কিল, ঘুষি, তাপ্পড়সহ মানুষিক নির্যাতন চালাতে শুরু করে। ওই সময় তার সঙ্গে থাকা এক শিক্ষার্থী এ দৃশ্য দেখতে পেয়ে তার পরিবারকে সংবাদ দেয়। ওই খবরে শিক্ষার্থীর পরিবার ও তার স্বজনরা সে বাড়িতে ছুটে গিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে।
পরে তাকে শাহরাস্তি স্বাস্থ্যকমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা শেষে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তারের কার্যালয়ে নিয়ে এলে তিনি বিষয়টি অবগত হয়ে শাহরাস্তি থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে অভিযুক্ত খোকনসহ তার সঙ্গে থাকা মো. রনি (৩০), মো. শিমুল (১৯) ও নজরুল ইসলামের বিরুদ্ধে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নির্যাতিতার মা ও মামলার অভিযোগকারী জান্নাত বেগম বলেন, ছেলেটি বখাটে স্বভাবের সে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েই সে থেকে উত্ত্যক্ত করে আসছে। এখনো আমার বড় মেয়ের বিয়ে হয়নি, সে লেখাপড়া করছে। আমি একে কি করে কম বয়সে বিয়ে দিই।
এদিকে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের আটকে অভিযান পরিচালনা শুরু করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর