× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

চিতাভস্মের ডিএনএ পরীক্ষার দাবি নেতাজি-কন্যার

ভারত

কলকাতা প্রতিনিধি
(৪ বছর আগে) আগস্ট ২৩, ২০১৯, শুক্রবার, ৮:৩৩ পূর্বাহ্ন

নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্যের কোনও কিনারা হয়নি। নয়টি কমিশন বসিয়েও স্থিও সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। তবে একদল নেতাজি ভক্ত এবং নেতাজি পরিবারের একাংশ মনে করেন, জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম রাখা রযেছে সেটি নেতাজিরই। ইউপিএ আমলে একবার প্রণব মুখার্জি সেই চিতাভস্ম আনার উদ্যোগ নেওয়াতেই ক্ষোভে ফুঁসে উঠেছিলেন একদল নেতাজি ভক্ত। তবে এবার নেতাজি সুভাষচন্দ্রের কন্যা অনিতা বসু পাফ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জাপানের রেনকোজি মন্দিরে রাখা নেতাজির চিতা ভস্মের ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েচেন। তাঁর মতে, সেটা করলে সত্য সামনে আসবে এবং তাঁর মৃত্যু ঘিরে বিতর্কের অবসান ঘটবে। অভিযোগ, পূর্ববর্তী সরকার এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে অগ্রাহ্য করেছে। অনিতা বসু পাফ জানিয়েছেন, ১৯৪৫ সালের ১৮ অগস্ট এক বিমান দুর্ঘটনায় তাঁর বাবার মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেছেন, এজন্য তিনি ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রী মোদী এবং জাপান কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন যাতে ডিএনএ পরীক্ষার জন্য রোনকোজির মন্দির থেকে চিতা ভস্ম আনা যায়। নেতাজি পরিবারের সদস্য ঐতিহাসিক সুগত বসু মনে করেন, এতদিন পওে ডিএনএ পরীক্ষায় কিছু পাওয়া যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবুও তিনি ডিএনএ পরীক্ষায় রাজি। তবে এখন পর্যন্ত কোনও নিশ্চিত প্রমাণ না পাওয়া যাওয়ায় মৃত্যু নিয়ে বিতর্ক রয়েই গিয়েছে। সেটির অবসানেই নেতাজি কন্যা ডিএনএ পরীক্ষার কথা বলেচেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর