× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

তবুও রিয়াল মাদ্রিদকে ‘না’ পিএসজি’র

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০১৯, শনিবার

নেইমারের ভবিষ্যৎ কী? বার্সেলোনাকে ফিরিয়ে দেয়ার পর রিয়াল মাদ্রিদকেও ‘না’ করে দিলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নেইমারকে দলে নেয়ার জন্য ১০০ মিলিয়ন ইউরোর পাশাপাশি তিন ফুটবলারকেও দিতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু রাজি হয়নি পিএসজি। গতকাল ফরাসি সংবাদমাধ্যম এল’একিপের বরাত দিয়ে গোল ডটকম ও ইএসপিএন জানায় ওই তিন খেলোয়াড় হলেন, কলম্বিয়ান ফরোয়ার্ড হামেস রদ্রিগেজ, ওয়েলশ তারকা গ্যারেথ বেল এবং কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাস। ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফারে নেইমারকে দলে টানে ফরাসি লীগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। কিন্তু দুই মৌসুম পার না হতেই ক্লাব ছাড়তে চাইছেন ব্রাজিলিয়ান তারকা। তাতে আপত্তি নেই পিএসজি কর্তৃপক্ষেরও। তবে তাদের একটাই দাবি, কেবল নগদ অর্থ পেলেই নেইমারকে ছাড়বে তারা।
আর তার পরিমাণ নেইমারকে কেনার অঙ্কের কাছাকাছি হতে হবে অর্থাৎ কমপক্ষে ২০০ মিলিয়ন ইউরো চায় তারা। গেল ক’দিনে বার্সেলোনার পৃথক তিনটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিএসজি। গেল মঙ্গলবার সবশেষ প্রস্তাবে নেইমারের জন্য সবমিলিয়ে ১৯০ মিলিয়ন ইউরো দিতে চেয়েছিল বার্সা। এর মধ্যে চলতি মৌসুমে নেইমারকে ধারে নেয়ার জন্য ৪০ মিলিয়ন ইউরো এবং পরবর্তী মৌসুমে পাকাপাকিভাবে কিনে নেয়ার জন্য ১৫০ মিলিয়ন ইউরো গুণতে রাজি ছিল বার্সেলোনা। এল’একিপ জানিয়েছে, ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসও নেইমারের ব্যাপারে আগ্রহী। চুক্তির অংশ হিসেবে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকে প্যারিসে পাঠাতেও রাজি তারা।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর