× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

অনূর্ধ্ব-১৮ দলে সাইফ স্পোর্টিংয়ে আট ফুটবলার

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৪ আগস্ট ২০১৯, শনিবার

আসন্ন সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের জন্যে ২১ সদস্যের প্রাথমিক দল  ঘোষণা করেছে বাফুফে। ২১ জনের মধ্যে ১৯ খেলোয়াড় গত মৌসুমে পেশাদার লীগে বিভিন্ন ক্লাবে ছিলেন। বাকী দু’জন এসেছেন সাইফ স্পোটিং ক্লাবের যুব দল থেকে। সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছে সাইফ স্পোর্টিং থেকে। ২১ জনের ৮ জনই এই ক্লাবের। এছাড়া ঢাকা আবাহনীর আছে ৩ জন। বাংলাদেশ প্রিমিয়ার লীগের নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এক ফুটবলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৮ দলে। এবারের লীগে অন্যতম সেরা উদীয়মান খেলোয়াড় ছিলেন ইয়াসিন আরাফাত।
জেমি ডে’র জাতীয় দলের ২৬ জনের প্রাথমিক স্কোয়াডেও আছেন এই ডিফেন্ডার। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের গত আসরের সর্বাধিক গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিমের দিকেও নজর থাকবে অনেকের, লীগে সাত ম্যাচ খেলে দুটি গোলও করেছেন সাইফ স্পোটিংয়ের এই ফরোয়ার্ড। নেপালে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট ২০শে সেপ্টেম্বর মাঠে গড়ানোর কথা। ২১শে সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ২৫শে সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল
গোলরক্ষক: আরিফুল ইসলাম (ঢাকা আবাহনী), শান্ত কুমার রায় (সাইফ) এবং মহিউদ্দিন রানু (ব্রাদার্স)। ডিফেন্ডার: রাকিবুল ইসলাম (বসুন্ধরা), ইয়াসিন আরাফাত (সাইফ), তানভীর হোসেন (সাইফ), মাহমুদ ফাহিম (মুক্তিযোদ্ধা), উত্তম চন্দ্র রায় (ব্রাদার্স), মোহাম্মদ ফাহিম (নোফেল) এবং জমির উদ্দিন (নোফেল)। মিডফিল্ডার: মোহাম্মদ রিদয় (ঢাকা আবাহনী), জাভেদ আহমেদ (সাইফ), সাব্বির হোসেন (সাইফ) এবং সম্রাট আহমেদ রাজ (রহমতগঞ্জ)
ফরোয়ার্র্ড: দীপক রায় (ঢাকা আবাহনী), ফয়নাল আহমেদ ফাহিম (সাইফ), মারাজ হোসেন (সাইফ), আহমেদ আবিদ (সাইফ), মোহাম্মদ জুয়েল (আরামবাগ), বাপ্পি (মোহামেডান) এবং নাঈম হোসেন (ব্রাদার্স)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর