× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ভূঞাপুরে বালু ঘাটে অভিযান / ১ জনের জেল দু’জনের জরিমানা

বাংলারজমিন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, রবিবার

টাঙ্গাইলে ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন ও বিক্রয়ের দায়ে বিভিন্ন বালু ঘাটে অভিযান চালিয়ে একজনকে ৭ দিনের জেল এবং দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ এ রায় দেন। জানা যায়, দীর্ঘদিন ধরে একটি মহল ভূঞাপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। আর এ অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের লক্ষ্যে শুক্রবার রাতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। এ সময় বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত থাকায় মহর আলী নামের এক ব্যক্তিকে ৭ দিনের জেল এবং মুন্সি ও মাসুদ নামের দুই ব্যক্তিকে যথাক্রমে ৫০ হাজার ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের বিষয়ে প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান। ভবিষ্যতেও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এ অভিযান অব্যাহত থাকবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর