× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৫ আগস্ট ২০১৯, রবিবার

 কিশোরগঞ্জে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় উবাই পার্কে কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়। সংগঠনের চেয়ারম্যান শওকত উসমানের সভাপতিত্বে ও মহাসচিব আনোয়ার হোসেন মেননের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালি লিমন, ইনকাম ট্যাক্স এডভাইজার ও সাংবাদিক মাজহার মান্না, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তসলিমুর রহমান খান রবিন, শিক্ষাসচিব মানসরুল হক রবিন প্রমুখ। সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক-শিক্ষকমণ্ডলী ও অভিভাবকসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর