× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

টিটির ক্যাম্প শুরু আজ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৫ আগস্ট ২০১৯, রবিবার

নেপালে সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য আজ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। নিজস্ব আবাসন ব্যবস্থা তৈরি করায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামেই থাকতে এবং নিরবিচ্ছিন্ন অনুশীলন করতে পারবেন খেলোয়াড়রা। র‌্যাঙ্কিং অনুযায়ী পুরুষ ও নারী দলের আটজন করে খেলোয়াড় ক্যাম্পে ডাকা হয়েছে। এরা হলেন- পুরুষ বিভাগে আনসারের মানস চৌধুরী, খন্দকার মাহবুব বিল্লাহ, জাবেদ আহমেদ, মাসুদ রানা পরাগ ও ইমরান হোসেন হূদয়, সেনাবাহিনীর হাসিবুর রহমান, নড়াইলের মাহমুদুজ্জামান শাহেদ ও রংপুরের মুনতাসিন আহমেদ হূদয়। অন্যদিকে নারী বিভাগে সেনাবাহিনীর রহিমা আক্তার, নওরিন সুলতানা মাহী, সালেহা পারভীন ও সিন্ধা সুলতানা এবং আনসারের মৌমিতা আলম রুমি, সোনম সুলতানা সোমা, সাদিয়া রহমান মৌ ও আঁখি আক্তার সিনথী। আজ সকাল ১০টায় ক্যাম্প ইনচার্জ শামসুল আলম আনুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে ডাক পাওয়া খেলোয়াড়দের। প্রত্যেকদিন সকাল ও বিকাল দু’বেলা অনুশীলন চলবে স্থানীয় কোচের তত্ত্বাবধানে। তবে ক্যাম্প চলাকালীন সময়ে বিদেশি কোচ এসে যোগ দিবেন বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর