× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে প্রকল্প হাতে নিয়েছে সরকার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৫ আগস্ট ২০১৯, রবিবার

ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রায় ৩ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর মধ্যে ভূমির সব তথ্য সংবলিত অটোমেশনের জন্য ৯৯৭ কোটি টাকা, ভূমি জরিপের জন্য সাড়ে ১৭শ’ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। খুব দ্রুতই এটি বাস্তবায়ন করবে ভূমি মন্ত্রণালয়। এছাড়া ভূমিতে দুর্ভোগ লাঘবে অনেকগুলো প্রকল্প নির্ধারণ করা হয়েছে, সেগুলো পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে বলেছেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। তিনি গতকাল আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে বিভাগীয় সঞ্জীবনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভূমি সচিব বলেন, ভূমি সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে জনবলের সংকট রয়েছে। কতগুলো শূন্য পদ রয়েছে তার চেয়ে কতগুলো পদ রয়েছে তা সহজে গোনা যায়। কর্মকর্তাদের প্রমোশন নিয়ে আলাদা নিয়োগ বিধি তৈরি করা হয়েছে।
যা জনপ্রশাসন ও সচিব কমিটি অনুমোদন দিয়ে দিয়েছে। পাবলিক সার্ভিস কমিশনও খুব দ্রুতই অনুমোদন দেবে আশা করছি। তাই পদোন্নতি পাওয়ার জন্য বেশি বেশি কাজও করতে হবে। বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. মো. আবদুল মান্নান, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। কর্মশালায় ই-নামজারি কার্যক্রম পর্যালোচনা, জেলা ও বিভাগীয় পর্যায়ে তদারকি এবং কার্যক্রম বেগবান করার লক্ষ্যে সুপারিশমালা প্রণয়ন করা হয়। এদিকে জেলা প্রশাসনের আয়োজনে টাউন হল মিলনায়তনে জেলার সেটেলমেন্ট কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ভূমি সচিব।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর