× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নৃগোষ্ঠীদের নিয়ে নাটক

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৬ আগস্ট ২০১৯, সোমবার

প্রথমবারের মতো নৃগোষ্ঠীর শিল্পীদের নিয়ে জিনাত হাকিম নির্মাণ করলেন ‘গাঙ মেইনি’ শিরোনামের একটি নাটক । এতে অভিনয় করেছেন ১৫ জন শিল্পী। এরমধ্যে ১২ জনই নৃগোষ্ঠীর। উল্ল্যেখযোগ্য কয়েকজন শিল্পী হলেন শরমি, শিমলা  ত্রিপুরা,  সঞ্চনা চাকমা, তরুণ চাকমা, আরতি খিশা, সুরুপা , ইউশা, পরিতোষ ও জোনাকি । এ ছাড়া আরো দেখা যাবে আজিজুল হাকিম, ছন্দা ও সারিকা সাবরীনকে। পার্বত্য অঞ্চলে  বসবাসরত বাসিন্দাদের পারস্পরিক সম্প্রীতির বিষয়কে কেন্দ্র করে নাটকের  গল্প । পাহাড়ি , পাহাড়ি বাঙালি  সকলেই  বাংলাদেশি। ভালোবাসার বন্ধনে তাই পলি  নামের মেয়েটি সুবোধ চাকমা  ও জোনাকি চাকমার দূরের কেউ  নয়।
শিল্পী জোনাকি বলেন, প্রথমবারের মতো নাটকে অভিনয় করলাম। তাও আবার জিনাত হাকিমের মতো নাট্যকার ও পরিচালকের সঙ্গে। কেন্দ্রীয় চরিত্রের একটিতে আমি। প্রথমদিকে ভয়ে ছিলাম। পরে সবার সঙ্গে মিশতে পেরে স্বাচ্ছন্দ্যে কাজ করেছি। নির্মাতা জানান, রাঙ্গামটিতে নাটকটির শুটিং হয়েছে। আসছে ৩০শে আগস্ট চ্যানেল নাইনে রাত ৯টায় নাটকটি প্রচার হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর