× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মির্জাপুরে গুলি করে ২৬ লাখ টাকা ছিনতাই

বাংলারজমিন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, সোমবার

মির্জাপুর ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি ও ফাঁকা গুলি করে বৃটিশ-আমেরিকান টোব্যাকোর মির্জাপুর পরিবেশক অগ্রণী ট্রেড করপোরেশনের ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল পুরাতন সড়কের পৌর সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার অগ্রণী ট্রেড করপোরেশনের সুপারভাইজার কাজী আসাদুল জানান, মির্জাপুর অগ্রণী ব্যাংকে সিগারেট বিক্রির ২৬ লাখ ৪০ হাজার টাকা জমা রাখার জন্য তিনিসহ আরেক সুপারভাইজার মোহন সাহা ও অ্যাকাউনট্যান্ট  আবদুল মতিন দুটি মোটরসাইকেল নিয়ে বের হন। বাইমহাটিস্থ অফিস থেকে বের হওয়ার দুই মিনিটের মাথায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে আগে থেকে অবস্থান নেয়া চারটি মোটরসাইকেলে প্রায় ৮-১০ জন হেলমেট পরিহিত আরোহী আমাদের গতিরোধ করে। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল ও একজন ১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আমাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ঘটনার পরপরই পুলিশ ব্যাপক তৎপরতা চালালেও বিকালে রিপোর্টটি লেখা পর্যন্ত ছিনতাইকৃত টাকা উদ্ধার বা কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, পৌর সদরের বিভিন্ন স্থানে বেশকিছু সিসি ক্যামেরা থাকলেও অধিকাংশ বিকল বা তদারকিহীন।
পৌর সদরের লাগানো মির্জাপুর থানার ৩৭টি সিসি ক্যামেরার মধ্যে ৩২টি বিকল। এ ছাড়াও উপজেলা পরিষদের সামনে লাগানো ক্যামেরা সম্মুখভাগ ব্যানারে ঢাকা পড়ায় সিসি ক্যামেরার সুবিধা নিতে পারছে না পুলিশ। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত আছে। থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর