× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শাহজাদপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১০

বাংলারজমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, সোমবার

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওসমান মোল্লা (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছেন। গত শনিবার দুপুরে উপজেলার রতনকান্দি এলাকায় সালিশ এক বৈঠকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ নগর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রুপের সঙ্গে একই গ্রামের তারাব আলী মোল্লার লোকজনের গ্রাম্য সমাজ ভাগ করাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি আপস-মীমাংসার লক্ষ্যে শনিবার দুপুরে রতনকান্দি কবরস্থানের পাশের মাদ্রাসায় দুই পক্ষ সালিশ বৈঠকে বসে। সালিশ বৈঠক চলাকালে তারাব আলী মোল্লার লোকজন মজিদ চেয়ারম্যানের সমর্থক ওসমান মোল্লা ও তাদের সমর্থকদের ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। এ সময় মজিদ চেয়ারম্যান গ্রুপের ওসমান গণি (৫০) শামসুল আলম (৫০) রহিমা খাতুন (৫০) শরিফ উদ্দিন (২৫)সহ অন্তত ১০জন আহত হয়।
আহতদের মধ্যে ৪ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার ওসমান গনি ও শামসুল আলমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বগুড়ায় নেয়ার পথে ওসমান মোল্লার মৃত্যু হয়। আহতদের মধ্যে শামসুল আলমের অবস্থা আশঙ্কাজনক। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তারাব আলী গ্রুপের প্রধান তারাব আলী সহ দুইজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর