× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কুটিনহোর অভিষেকে লেভানদস্কির হ্যাটট্রিক

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০১৯, সোমবার

বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে অভিষেক হলো ফিলিপ্পে কুটিনহোর। একই ম্যাচে বল পায়ে হ্যাটট্রিক নৈপুণ্য দেখালেন রবার্ট লেভানদস্কি। শনিবার জার্মান বুন্দেসলিগায় শালকা জিরো ফোরের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় কুড়ায় বার্য়ান মিউনিখ। প্রতিপক্ষের মাঠে ম্যাচে একাই তিন গোল করেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদস্কি। ম্যাচের ৫৭তম মিনিটে জার্মান মিডফিল্ডার টমাস মুলারের বদলি হিসেবে খেলতে নামেন ফিলিপ্পে কুটিনহো। এবারের দলবদলে বার্সেলোনা থেকে ধারে বায়ার্ন মিউনিখে গেছেন এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। গত টানা সাতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের এবারের শুরুটা ভালো ছিল না। আসরের প্রথম ম্যাচে হার্থা বার্লিনের সঙ্গে ২-২ গোলের ড্রতে পয়েন্ট ভাগাভাগি করে বায়ার্ন।
শালকার মাঠে ম্যাচের ২০তম মিনিটে পেনাল্টিতে গোল আদায় করে লেভানদস্কি। পরে ৫০ ও ৭৫তম মিনিটে গোল নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বায়ার্নের এ পোলিশ স্ট্রাইকার। বুন্দেসলিগায় লেভানদস্কির এটি নবম হ্যাটট্রিক। শনিবার ম্যাচ শেষে লেভানদস্কি বলেন, আমি আরো ভালো খেলতে পারি। আমার আরো উন্নতি করার সামর্থ্য রয়েছে। আপনি হয়তো একাই একটি ম্যাচ জেতাতে পারেন কিন্তু শিরোপা জিততে দলগত নৈপুণ্য লাগে। বুন্দেসলিগায় শালকার বিপক্ষে ১৯ ম্যাচে ১৬ গোল পেলেন লেভানদস্কি। আর আসরে ২৭ পেনাল্টি কিকে লেভানদস্কির এটি ২৪তম গোল। লেভানদস্কিকে ‘লিজেন্ড’ আখ্যা দিলেন বায়ার্নের নতুন রিক্রুট ফিলিপ্পে কুটিনহো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, তার (লেভানদস্কি) পাশে খেলাটা দারুণ ব্যাপার, তিনি একজন কিংবদন্তি। তিনি দারুন ফুটবলার ও চমৎকার মানুষ। এখানে গত তিন চারদিনে অনুশীলনে আমি দেখেছি তিনি কোন মাপের খেলোয়াড়। এদিন শালকার ভেলটিনস অ্যারেনা মাঠে নিজের ৩০ মিনিটের উপস্থিতিতে ৩৬বার বল স্পর্শ করেন কুটিনহো। সতীর্থদের সঙ্গে আদান-প্রদান করেন ২৮টি পাস। কুটিনহো বলেন, এখানে আমি আমার প্রথম ম্যাচ খেলতে মরিয়া ছিলাম। আর স্টেডিয়াম ছিল কানায় কানায় ভরা। আমি খুবই খুশি।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর