× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

‘টেস্ট’ বলেই আত্মবিশ্বাসী মিরাজ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৬ আগস্ট ২০১৯, সোমবার

৫ই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে এই টেস্টের আগে টাইগারদের ভক্তদের মধ্যে আছে পচা শামুকে পা কাটার ভয়। মাত্র ২ টেস্ট খেলা আফগানদের স্পিন শক্তি নিয়েই আসলে যত চিন্তা। বিশেষ করে অধিনায়ক রশিদ খান এখন বিশ্বের সেরা লেগস্পিনারদের একজন। সম্প্রতি বাংলাদেশ সফরে আফগানিস্তান ‘এ’ দলও ভালো নৈপুণ্য দেখিয়েছে। শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজ ড্র হলে মান বাঁচে। তাই তাদের তারুণ্য ও নতুন মুখে সাজানো টেস্ট দল নিয়ে ভাবতেই হচ্ছে টাইগারদের। তবে নিজেদের মাঠে টেস্টে নবাগত দলটির বিপক্ষে হুংকার দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
১১৪ টেস্ট খেলা বাংলাদেশ দলের সামনে টেস্টে খুব বেশি সুবিধা করতে পারবে না রশিদ খানের দল। সেই সঙ্গে নিজেদের মাঠেতো আত্মবিশ্বাসটা আরো বেশি এই টাইগার অফস্পিনারের। গতকাল সংবাদমাধ্যমের সামনে তিনি নিজেদের এগিয়ে রাখার কারণগুলোও তুলে ধরেন। তবে ছোট-বড় দল নিয়ে না ভেবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। মিরাজের কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো-
প্রশ্ন: আফগানিস্তানের বিপক্ষে টেস্ট কতটা চ্যালেঞ্জের?
মিরাজ: আসলে প্রত্যেকটি ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জের। আসলে ছোট বা বড় না। কারণ টেস্ট ক্রিকেটে কিন্তু যারা ভালো খেলবে তারাই জিতবে। এরপরেও আমরা ওদের থেকে এগিয়ে আছি। অভিজ্ঞতার দিক থেকে এবং আমরা শেষ যে টেস্টে পারফর্ম করেছি সেদিক থেকে। হোম কন্ডিশনের ব্যাপারও আছে। সবমিলিয়ে আমরা ওদের থেকে অনেকটা এগিয়ে আছি। এরপরও আল্টিমেটলি যতোই এগিয়ে থাকি, যতোই অভিজ্ঞতা থাকুক আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, আমাদের সবাইকে পারফর্ম করতে হবে। আর আমরা যদি সবাই ইন্ডিভিজুয়াল পার্টিকুলার এরিয়াতে পারফর্ম করি তাহলে আমাদের কাজটি আরো সহজ হয়ে যাবে।
প্রশ্ন : ডমিনেট করার মতো সামর্থ্য বাংলাদেশের আছে কি?
মিরাজ: হ্যা, অবশ্যই। আমি যেটি আগেও বলেছি। আমাদের অভিজ্ঞতা অনেক । অবশ্যই আমরা ডমিনেট করার চেষ্টা করবো। সেভাবেই আমরা কাজ করছি এবং অবশ্যই আমরা ওদের থেকে অনেক এগিয়ে থাকবো। আর অবশ্যই এরপরে দিন শেষে আমরা যদি ভালো ক্রিকেট খেলি তাহলে ওরা আসলে আমাদের বিপক্ষে তেমন কিছু করতে পারবে না। এরপরেও কিন্তু খেলাতে হার-জিত থাকবে আর একটা ভালো সময় কিংবা খারাপ সময় থাকে। এটাই মেনে নিতে হয়, এরপরেও আমরা আমাদের পার্টিকুলার এরিয়াতে কাজ করছি যেন ভালো ক্রিকেট খেলি এবং প্রমাণ করতে পারি যে আমরা ওদের থেকে ভালো দল ও ভালো ক্রিকেট খেলি।
প্রশ্ন: স্পিনারদের লড়াই মনে করেন কিনা?
মিরাজ: আমাদের বোলারদের কিন্তু অনেক অভিজ্ঞতা। বিশেষ করে সাকিব ভাই। প্রায় ১৩-১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। ওয়ার্ল্ডক্লাস বোলার, অলরাউন্ডার। তাইজুল ভাই আর একটি উইকেট পেলে ১০০ উইকেট হবে। আমারও ১৩-১৪টি টেস্টের অভিজ্ঞতা হয়েছে। এই তিন চার বছরে আমার যতটা অভিজ্ঞতা হয়েছে, মানে ওদের (আফগানিস্তান) থেকে আমাদের টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতাটা অনেক বেশি। আর আমি যেটা বলবো ওয়ানডে এবং টি-টোয়েন্টি থেকে টেস্ট অনেক আলাদা। ওরা ওয়ানডে, টি-টোয়েন্টিতে রান সেভ করে বোলিং করে। তারা বিভিন্ন জায়গায় বল করে থাকে। এটার জন্য হয়তো ব্যাটসম্যান অনেক সময় চার্জ করে। তবে টেস্ট ক্রিকেটে তো তেমন ব্যাপার নেই যে জোর করে মারা বা চার্জ করে খেলা। এখানে যতক্ষণ ভালো বল করবে ততক্ষণ দেখেশুনে খেলবে, একটি খারাপ বল করলে সেটিকেই মারবে। এটাই আসলে টেস্ট ক্রিকেট।
প্রশ্ন: চট্টগ্রামে টেস্ট ভেন্যু নিয়ে ভাবনা?
মিরাজ: আসলে মিরপুর, চিটাগাং যেখানেই খেলা হোক না কেন সবই তো আমাদের মাঠ। আমাদের হোম কন্ডিশন, আমরা জানি যে এই কন্ডিশনে কি হবে না হবে। এর আগে এই কন্ডিশনে ওরা টি-টোয়েন্টি, ওয়ানডে ক্রিকেট খেলেছে। তবে টেস্ট ক্রিকেট খেলেনি। আমরা আমাদের কন্ডিশন সম্পর্কে জানি। আমরা চেষ্টা করবো আমাদের কন্ডিশন কাজে লাগানোর জন্য। দুটি টেস্ট থাকলে হয়তো মিরপুরেও খেলা থাকতো।
প্রশ্ন: স্পোর্টিং উইকেট হলে ভালো হয় কিনা?
মিরাজ: আমার কাছে মনে হয় যে সবাই যে সিদ্ধান্তটি নিবে সেটাই আসলে ভালো হবে, এখানে আমি আর কি বলবো। বোলিং, ব্যাটিং যেহেতু আমাদের সবাই আছেন সিনিয়র খেলোয়াড়রা আছেন, কোচ আছেন, ম্যানেজমেন্ট আছে। সবাই যেটি ভালো মনে করবে সেটাই আমরা একসেপ্ট করবো।
প্রশ্ন: আপনার আঙুলের অবস্থা কী?
মিরাজ: আঙুল আল্লাহ্‌র রহমতে ভালো আছে। তেমন কোনো সমস্যা হয়নি। হয়তো তিন চার দিন বিশ্রাম নিলে ভালো হয়ে যাবে। অনুশীলনে নামতে পারছি না বলে খারাপ লাগছে। ইনজুরির কারণে ব্যাটিং, বোলিং করতে পারছি না । তবে এরপরেও আল্লাহ্‌ যা করেন ভালোর জন্য করেন। হয়তো পরবর্তী দুই তিন দিনের মধ্যে বোলিং, ব্যাটিং করতে পারবো। এর আগে ফিজিক্যাল ফিটনেসও হয়তো ভালো হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর