× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বুমরাহর তোপে ১০০ রানে অলআউট উইন্ডিজ, ভারতের রেকর্ড গড়া জয়

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০১৯, সোমবার

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে ভারতের দেয়া ৪১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০০ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়ে উইন্ডিজকে ধসিয়ে দেন ডানহাতি পেসার জসপ্রিত বুমরাহ। ৩ উইকেট নেন ইশান্ত শর্মা। ম্যাচটি ৩১৮ রানে জিতে বিদেশের মাটিতে নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় কুড়ালো বিরাট কোহলির দল। দুই বছর আগে গলে শ্রীলঙ্কাকে ৩০৪ রানে হারিয়েছিল ভারত।

আর অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সর্বাধিক জয়ের রেকর্ডটিও নিজের করে নিলেন কোহলি। সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ২৮ ম্যাচে ১১ জয় পেয়েছিলেন। তার চেয়ে দুই ম্যাচ কম খেলে ১২ জয় পেলেন কোহলি।
শুধু তাই নয়, ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডটিও এখন তার। মহেন্দ্র সিং ধোনির অধীনে ৬০ টেস্টে ২৬ জয় পেয়েছিল ভারত। কোহলির অধীনে ৪৭ টেস্টে পেলো ২৭ জয়।

গতকাল রোববার রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ রানেই ৯ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে কেমার রোচের ৩৮ রানে তিন অংকের কোটা ছুঁতে পারে স্বাগতিকরা। মাত্র ২৬.৫ ওভারে ১০০ রানে অলআউট! টেস্টে ভারতের বিপক্ষে এটি তাদের সর্বনিম্ন দলীয় ইনিংস। এর আগে ২০০৬ সালে কিংস্টোনে ১০৩ রানে অলআউট হয়েছিল ক্যারিবীয়রা।

এর আগে আজিঙ্কা রাহানের ১০২, কোহলির ৫১ ও হানুমা বিহারির ৯৩ রানের সুবাদে ৭ উইকেটে ৩৪৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে ২৯৭ রান করেছিল সফরকারীরা। জবাবে ২২২ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর