শেষের পাতা

মৌলভীবাজার তালামীযের সভাপতিসহ বহিষ্কার ৭, অব্যাহতি ৯

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২০১৯-০৯-০৯

মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি মুহাম্মদ  আব্দুর রাজ্জাকসহ ৭ জনকে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার প্রাথমিক সদস্য পদ বাতিলসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে  সংগঠনের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার দ্বায়ে স্ব স্ব পদ থেকে সহসাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলামসহ  ৯ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ৭ই সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলের কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন  জাহেদ ও সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন স্বাক্ষরিত দলীয় প্যাডে এই বহিষ্কারাদেশ দেন। গণমাধ্যমে  প্রেরিত দলীয় আলাদা দু’টি প্যাডে বহিষ্কার আদেশ ও অব্যাহতি দেয়া হয়। বহিষ্কার আদেশ প্রাপ্তরা হলেন- জেলা সভাপতি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক রাজন আহমদ, সহ-প্রচার সম্পাদক শফিউল আলম জুবেল, সহ-অফিস সম্পাদক কামরুল ইসলাম শাহান, প্রশিক্ষণ সম্পাদক আলী রাব্বি রতন, সহ- শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান আজহার, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী আকবর। অব্যাহতি আদেশ প্রাপ্তরা হলেন- সহ-সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম, অর্থ সম্পাদক জামাল আহমদ, অফিস সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক সুমন, সদস্য মিসবাউর রহমান, রাজন আহমদ রাজু, নাসির খান, ফজলু হাসান, মুবাশ্বির আলী। নাম প্রকাশ না করার শর্তে দলীয় একাধিক সূত্রে জানায়  ২রা সেপ্টেম্বর মৌলভীবাজার সরকারি কলেজ তালামীযের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, অফিস সম্পাদক আবদুল মুহিত রাসেল, সহ-অফিস সম্পাদক তৌরিছ আলী, শাবিপ্রবি তালামীযের সভাপতি মনজুরুল করীম মহসিন গাড়ি যোগে সিলেট যাওয়ার সময় মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জেলা তালামীযের কিছু নেতাকর্মীসহ ১৫/২০ জন তাদের গাড়ির গতি রোধ করে। এসময় গাড়িতে থাকা নেতাদের লাঠিসোটা দিয়ে মারধর করা হয় বলে জানিয়েছে ওই সূত্র। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় তাদেরকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন বহিষ্কার ও অব্যাহতির সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে মানবজমিনকে বলেন, দলীয় কাউন্সিল হওয়ার পর থেকে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগ থাকায় অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে। মৌলভীবাজার থেকে সিলেট যাওয়ার পথে হামলার স্বীকার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কারা গাড়ি বহরে হামলা করেছে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হামলাকারীদের চিহ্নিত করার জন্য আমাদের চেষ্টা চলছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status