বাংলারজমিন
জৈন্তাপুরে আরো ২ ডাকাত আটক
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০১৯-০৯-১০
জৈন্তাপুর মডেল থানায় দায়েরকৃত ডাকাতি মামলার ভিত্তিতে কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকা থেকে গোপন সংবাদের মাধ্যমে ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় গাছবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে। পূর্বের ঘটনায় জড়িত তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার প্রমাণ রয়েছে। আটককৃতরা হলো- কানাইঘাট উপজেলার ছলিতাবাড়ী গ্রামের রহিম উদ্দিনের ছেলে আবদুর রহমান (২৫), একই উপজেলার বাউরভাগ লামাপাড়া গ্রামের মন্তাজ আলীর ছেলে মনসুর আহমদ (২৩)। এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি শ্যামল বনিক জানিয়েছেন- গোপন সংবাদের মাধ্যমে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের ডাকাতি মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। এর আগে আরো কয়েকজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছিল।