বাংলারজমিন

সুবর্ণচরে কিশোর প্রেমের করুণ পরিণতি

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২০১৯-০৯-১০

 সুবর্ণচরে প্রেমিককে কিশোর গ্যাং-এর দু’দফা মারধর করার পর বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। হত্যার প্ররোচনার অভিযোগ এনে কিশোরের পিতা স্থানীয় থানায় মামলা করেন। চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল মানবজমিনকে জানান, পূর্ব চরবাটা হাবিব উল্যা স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদা ইয়াসমিন নাদিয়ার সঙ্গে একই ক্লাসের ছাত্র রিয়াজ উদ্দিনের বন্ধুত্ব ছিল। যা সানজিদা ইয়াসমিন নাদিয়ার চাচাতো ভাই আলাউদ্দিনের সহ্য হচ্ছিল না। ৫ই সেপ্টেম্বর রিয়াজ স্কুল থেকে ফিরে আসার সময় শান্তির হাট বাজারের নিকট পৌঁছলে আলাউদ্দিন তার কিশোর গ্যাং-এর সদস্য সাকিব, রাব্বিসহ আরো এক ডজন সন্ত্রাসী তাকে সাইকেল থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে শাসিয়ে দেয় কখনও যেন নাদিয়ার সাথে না মিশে। পরদিন সকালে রিয়াজ বাড়ি থেকে বেরিয়ে ছমিরহাট তেরিজের পুলে পৌঁছলে তাকে পুনরায় মারধর করে জোরপূর্বক বিষ খাইয়ে দেয়। সে কোন রকমে বাড়ি পৌঁছে এবং বাড়ি এসেই বুমি করলে বিষের গন্ধ পেয়ে আত্মীয়রা তাকে প্রথমে চরজব্বর হাসপাতালে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনলে হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করলে সে পথিমধ্যে মারা যায়। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status