× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

যশোরে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

অনলাইন

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
(৪ বছর আগে) সেপ্টেম্বর ১১, ২০১৯, বুধবার, ২:২২ পূর্বাহ্ন

যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মণিরামপুর উপজেলার আবদুল কাদেরের স্ত্রী জাহিদা বেগম (৩৫) এবং একই উপজেলার মশ্মিমনগর গ্রামের ইনতাজ আলীর স্ত্রী জাহানারা বেগম (৪৫)। জাহিদা বেগম আজ বুধবার ভোরে এবং জাহানারা বেগম মঙ্গলবার রাতে মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আবদুর রহিম মোড়ল জানান, সোমবার দুপুরে শরীরে প্রচন্ড জ্বর নিয়ে জাহিদা বেগম হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর দেখা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত। আজ বুধবার ভোরে রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় ৬ টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।

অপরদিকে, গত সোমবার দুপুরে জাহানারা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ সময় তার ডায়েবেটিস নিয়ন্ত্রণ ছিল না। তারপর রক্তের প্লাটিলেট ১ লাখ ৪০ হাজার এসে দাঁড়ালে মঙ্গলবার রাতে ২টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় যশোরে নতুন করে ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা ২ হাজার ৪২ জন।
এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৭৩৩ জন। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৫ জন। এছাড়া অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ক্লিনিকে ২২৪ জন চিকিৎসাধীন রয়েছে।

এ পর্যন্ত যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর