× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

দুর্নীতি, অশান্ত জাবি এবং একটি গান... (ভিডিও)

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) সেপ্টেম্বর ১১, ২০১৯, বুধবার, ৪:১৭ পূর্বাহ্ন

অধিকতর উন্নয়নের মহাপরিকল্পনা নিয়ে অশান্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়। নানা অনিয়ম-দুর্নীতি, অপরিকল্পিত কর্মযজ্ঞের অভিযোগ আর গাছকাটার প্রতিবাদে চলছে নানা প্রতিবাদী কর্মসূচি। ১৪২০ কোটি টাকার এ উন্নয়ন প্রকল্পে ইতিমধ্যে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। ছাত্রলীগকে দুই কোটি টাকা দেয়ার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হয়েছে। দুর্নীতির অভিযোগ উঠেছে, স্বয়ং ভিসি এবং তার পরিবারের বিরুদ্ধেও। এ নিয়ে আন্দালনে নেমেছে শিক্ষার্থীরা। গড়ে তুলেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীনগর’ নামে একটি সংগঠন। সাধারণ শিক্ষার্থীরা এ ব্যানারেই তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে।
নিয়মিত কর্মসূচির পাশাপাশি অভিনব কায়দায় তারা প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ করে যাচ্ছে। এরমধ্যে রয়েছে প্রতিবাদী কবিতা আবৃত্তি, গান, মঞ্চ নাটকসহ বিভিন্ন পরিবেশনা। বিভিন্ন গানের প্যারোডি গেয়ে জনপ্রিয় করে আন্দোলন। ইতিমধ্যে সেসব পরিবেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এসব পরিবেশনায় দুর্নীতির কথা যেমন বলা হয়েছে, তেমনী তুলে ধরা হয়েছে বিভিন্ন অব্যবস্থাপনা, ক্ষমতাসীনদের দাপটের চিত্রসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক সঙ্কট।

তেমনি একটি  জারি গান পরিবেশন করেছেন শিক্ষার্থীরা। গানটি হুবহু তুলে দেয়া হলো-



তারা সবার আগে, ঠেকায় মাথা মাননীয়র ঠ্যাঙে-
আর বুক চিতিয়ে নামটি লেখায় চাটুকারের গাং এ
তারা সবার আগে ঠেকায় মাথা মাননীয়র ঠ্যাঙে
আর বুক চিতিয়ে নামটি লেখায় চাটুকারের গাং এ
তারা সুবিধাপন্থি-
তারা সুবিধাপন্থি।
তারা সুবিধাপন্থি, শুধুই শান্তি ডিপার্টমেন্ট আর হলে-
সিট সংকট আর গবেষণা দূর্জনেরাই বলে-
তারা ব্যবসা বোঝে-
তারা ব্যবসা বোঝে।
তারা ব্যবসা বোঝে, সুযোগ খোঁজে বাড়ায় ফর্মের দাম -
গরীব দুঃখীর টাকা মেরে আনে মায়ের নাম
তোরা ছেলের মতো-
তোরা ছেলের মতো।
তোরা ছেলের মতো, বাধ্যগত বলবি সহমত ভাই-
হলে হলে, দলে দলে তোদের থাকা চাই-
তোরা রাস্তায় কেন?
তোরা রাস্তায় কেন?
তোরা রাস্তায় কেন, ভাইরে মানো, চাটো ভাইয়ের পা-
সিট পাবা, টাকা খাবা, সুখে থাকিবা-
ভাইরা টেন্ডার খাবে-
ভাইরা টেন্ডার খাবে।
ভাইরা টেন্ডার খাবে, বিল্ডিং গড়বে পকেট ভরবে ভাই-
গাছের গায়ে কুড়াল পড়লেও ২% তো চাই-
তারা ছাত্র মারে-
তারা ছাত্র মারে।
তারা ছাত্র মারে, নিপীড়ন করে যৌন হ্যারাস
আর হলগুলারে বানায় রাখছে দেশি অস্ত্রের গ্যারাজ-
তারা কারা রে ভাই?-
তারা কারা রে ভাই?
তারা ছাত্র নাকি?
তারা গেস্টরুম করায়, ছাত্র জ¦ালায়, করায় চামচাগিরী-
রুম দখল করে তারা ফলায় মাতব্বরী
প্রভোস্ট ঘুমায় নাকি?
প্রক্টোর ঘুমায় নাকি?
শিক্ষক ঘুমায় নাকি?
শিক্ষক ঘুমায় নাকি, শুধুই ফাঁকি লুটেপুটে টাকা
আর ভিসির বাড়ির গেস্টরুম করে মগজ রাইখা ফাঁকা-
তাদের অভাব ভীষণ
তাদের অভাব ভীষণ।
তাদের অভাব ভীষণ, বিভাগ দুষণ ইভিনিং কোর্স দিয়া-
আর রেগুলার স্টুডেন্ট মরে সেশনজটে গিয়া-
তারা বিদেশ  যাবে
তারা বিদেশ যাবে।
তারা বিদেশ যাবে, ফূর্তি করবে স্বপ্ন তাদের মস্ত-
আর তাদের কিছু উত্তরসূরি ঠ্যাং চাটায় ব্যস্ত-
রাস্তা সহজ অনেক
রাস্তা সহজ অনেক।
রাস্তা সহজ অনেক, দাঁড়াও ক্ষণেক একটু ভাবো ভাই-
বিবেক বুদ্ধি বিসর্জনে কোথাও শান্তি নাই-
একটু লড়াই করো-
একটু লড়াই করো।
একটু লড়াই করো, স্লোগান ধরো রাস্তায় নামো এবার-
উন্নয়নের অজুহাতে ধ্বংস বন্ধ দরকার-
তাতে টনক নড়বে
তাতে টনক নড়বে।
তাতে টনক নড়বে, চেয়ার ধরবে মাননীয়র হাত-
আর ব্যাকুল চোখে রাষ্ট্র দেখবে স্বৈরাচার নিপাত-
ততদিন লড়াই চলবে
ততদিন লড়াই চলবে..   
ততদিন লড়াই চলবে....    
ততদিন লড়াই চলবে......
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর