× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সাঁতারে তিন দিনে ৩১ রেকর্ড

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৩ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার

সাইফ পাওয়ারটেক জাতীয় বয়সভিত্তিক সাঁতারের শেষ দিনে ১১টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এর মধ্যে চারটি রেকর্ড গড়েন বিকেএসপির মোবারক হোসেন। তিনদিনের প্রতিযোগিতায় বিকেএসপির সাঁতারুদের জয়জয়কার। গতকাল মিরপুরস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপেক্সে শেষ দিনে ১৫-১৭ বছর বিভাগে বালকদের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে বিকেএসপির আমিরুল ইসলাম জয় ২ মিনিট ২০.৪৫ সেকেন্ডে, বালিকাদের এই ইভেন্টে একই সংস্থার রুপা খাতুন ২ মিনিট ৪৮.৩৬ সেকেন্ডে স্বর্ণ পদক জেতে। ১৮-২০ যুবতী বিভাগের ৫০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির থৈ প্রু মার্মা ৩০.৮২ সেকেন্ডে, ১৫-১৭ বালক বিভাগের ২০০ মিটার ব্রেষ্টস্ট্রোকে ড্যাফোডিল সুইমিং ক্লাবের ওমর আলী ২ মিনিট ৩৫.৫৫ সেকেন্ডে, বালিকাদের এই ইভেন্টে আনসারের মুক্তি খাতুন ২ মিনিট ৫৮.৭০ সেকেন্ডে, ১১-১২ বালক বিভাগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে বিকেএসপির মোবারক হোসেন ১ মিনিট ১২.৪০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে। ১০ বছর বয়সী বালকদের ১০০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির শুভ্র মিয়া ১ মিনিট ১০.৪১ সেকেন্ডে এবং ১৮-২০ যুবতী বিভাগের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিকেএসপির  থৈ প্রু মার্মা ২ মিনিট ৫২.৫৫ সেকেন্ডে স্বর্ণপদক জিতে নেয়। এছাড়া ডাইভিংয়েও তিনটি নতুন রেকর্ড হয়। পাঁচ মিটার প্লাটফর্ম ডাইভিংয়ে বিকেএসপির হোসাইন ২১৯ পয়েন্টে, এক মিটার স্প্রিং বোর্ড ডাইভিংয়ে বিকেএসপির সাজ্জাদুর রহমান ২১৫ পয়েন্টে এবং তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিংয়ে বিকেএসপির ইমো হোসেন ২২৫ পয়েন্টে সোনা জেতে।
৫১টি স্বর্ণ, ৫৮টি রুপা ও ৩৫টি ব্রোঞ্জপদক জিতে প্রতিযোগিতায় সেরা হয়েছে বিকেএসপি। ২৪টি স্বর্ণ, ১৭টি রুপা ও ১৯টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর