× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নাদাল-ফেদেরার দ্বৈরথ আয়োজন করতে চায় রিয়াল মাদ্রিদ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৯, শনিবার

টেনিস ইতিহাসের দুই জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার ও রাফায়েল নাদালের মধ্যকার একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ইতিমধ্যেই ক্লাবের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। ১৯ গ্র্যান্ড স্লাম জয়ী স্প্যানিয়ার্ড টেনিস তারকা নাদাল রিয়াল মাদ্রিদের পাড় ভক্ত। প্রায়ই রিয়ালের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা যায় নাদালকে। এই মাঠেই ২০ গ্র্যান্ড স্লাম জয়ী সুইস কিংবদন্তি রজার ফেদেরারের সঙ্গে নাদালের একটি ম্যাচ আয়োজনের কথা ভাবছে রিয়াল। ৮১,০০৪ দর্শক ধারণ করতে পারে বার্নাব্যু। পেরেজ চাইছেন সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি।
টেনিসের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছিল ২০১০ সালে ব্রাসেলসে অনুষ্ঠিত একটি প্রদর্শনী ম্যাচে। ৩৫, ৬৮১ দর্শকের সমানে খেলেছিলেন সেরেনা উইলিয়ামস-কিম ক্লাইস্টার্স।
তবে ফেদেরার-নাদালের মধ্যকার একটি ম্যাচ দিয়েই এই রেকর্ড আগামী বছর ভেঙে যাবে। ৭ই ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে প্রায় ৫৫ হাজার দর্শকের সামনে খেলবেন টেনিসের দুই মহারথী।
চলতি বছরটা দারুণ কেটেছে নাদালের। নিজের প্রিয় ইভেন্ট ফ্রেঞ্চ ওপেন জয়ের পর সবশেষ জিতেছেন ইউএস ওপেন। আগামী বছরই হয়ত প্রতিদ্বন্দ্বী ফেদেরারকে ছুঁয়ে ফেলবেন নাদাল। ২০০৭ সালে অর্ধেক ক্লে, অর্ধেক ঘাসের কোর্টে মুখোমুখি হয়েছিলেন নাদাল-ফেদেরার। সে ম্যাচের নাম ছিল ‘ব্যাটল অফ সার্ফেসেস’। তবে এক সঙ্গেও খেলেছেন তারা। ২০১৭ লেভার কাপে ছেলেদের ডাবলসে সতীর্থ ছিলেন নাদাল-ফেদেরার। নাদাল জানিয়েছেন, এবারের লেভার কাপেও ফেদেরারের সঙ্গে খেলতে চান তিনি।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর