× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

যুব এশিয়া কাপের ফাইনাল আজ /ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করতে চায় যুবারা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৯, শনিবার

একবার এশিয়া কাপের শিরোপা জিতেছে নারী ক্রিকেট দল। যদিও দুইবার ফাইনাল খেলেও শিরোপা অধরা থেকে গেছে সাকিব-মুশফিকদের। বড় ভাইদের আক্ষেপ ঘোচানোর সুযোগ আজ যুব দলের সামনে। প্রথমবারের মতো যুব এশিয়া কাপের ফাইনালে ওঠা বাংলাদেশের আজ প্রতিপক্ষ ভারত। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু সকাল সাড়ে ১০টায়। ফাইনাল সরাসরি দেখা যাবে গাজী টেলিভিশনে।
বৃষ্টির কারণে বাংলাদেশ-আফগানিস্তান সেমিফাইনালে মাঠে গড়ায়নি এক বলও। বাংলাদেশের মতো সেমিফাইনালে মাঠে নামতে পারেনি ভারতও।
বৃষ্টির কারণে সেমিফাইনাল মাঠে না গড়ালে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী গ্রুপের শীর্ষ দুই দল পৌঁছে যায় ফাইনালে। ফাইনালের আগ পর্যন্ত এবার এশিয়া কাপ টুর্নামেন্ট জুড়ে ব্যাটে বলে আলো ছড়িয়েছে অধিনায়ক আকবল আলীর নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার মাহমুদুল হাসান জয় লঙ্কানদের বিপক্ষে শতক হাঁকিয়েছেন আর সেই সঙ্গে এখন পর্যন্ত টুর্নামেন্টে টাইগারদের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তিন ম্যাচ মিলিয়ে জয়ের নামের পাশে আছে ১৯৩ রান। জয়ের পরেই আছেন তিন ম্যাচে দুই অর্ধশতক হাঁকানো তৌহিদ হৃদয়। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ এবং নেপালের বিপক্ষে করেছিলেন ৬০ রান। টুর্নামেন্টে তৌহিদের সংগ্রহ ১২৮ রান। বাঁ-হাতি স্পিনার রাকিবুল ইসলাম তিন ম্যাচে মাত্র ৪.১৬ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ৭ উইকেট। তারপরেই উইকেট শিকারির দিক থেকে অবস্থান ডান-হাতি পেসার তানজিম হাসান সাকিবের। দুই ম্যাচ খেলা সাকিব নিয়েছেন পাঁচ উইকেট। ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা, স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ জয়, ভারতকে হারানো আবার অপরাজিত থেকে এশিয়া কাপের ফাইনালে- এ কারণেই আজ ভক্তদের শিরোপার স্বপ্ন দেখাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। আসরের গ্রুপ পর্বে দাপুটে নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী হয় টাইগার যুবারা।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর