× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সরাইলে দেশীয় অস্ত্র জমা / গ্রামবাসীর দাঙ্গা না করার শপথ

দেশ বিদেশ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, শনিবার

সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের লোকজন স্থানীয়ভাবে আর দাঙ্গা-ফ্যাসাদে জড়াবে না। এরই পরিপ্রেক্ষিতে দেশীয় অস্ত্র জমা দিয়ে ঝগড়া না করার শপথ নেয়। বুধবার বিকালে নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরীর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহদাত হোসেন। সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সভাপতি বদর উদ্দিন। সাংবাদিক শফিকুর রহমান। আবদুল আহাদ টেনু। ইউপি সদস্য ফজলুর রহমান।
ফরিদ উদ্দিন মৃধা প্রমুখ।
এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহদাত হোসেন তেরকান্দা গ্রামের লোকজনের উদ্দেশ্যে বলেন, আপনারা আজকে আল্লাহর কাছে এখানে সবাই হাত তুলে শপথ করে যান আর কেউ ঝগড়া-বিবাদে জড়াবেন না। যারা ঝগড়া করে, দাঙ্গাবাজি করে তারা খুবই নিকৃষ্ট। আপনারা দু’জন ঝগড়া করবেন আর এই ঝগড়া পুরো এলাকাজুড়ে ছড়িয়ে যাবে। দুই দলে ভাগ হয়ে ঝগড়ায় মিলিত হবেন এরা কেউ মানুষ না। মানুষ কখনো ঝগড়া বা দাঙ্গায় জড়িত হতে পারে না, দুই দলই এখানে নিকৃষ্ট। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা বলেন, আপনারা কেউ দল বেঁধে ঝগড়ায় লিপ্ত হবেন না, লুটতরাজ চালাবেন না। আপনারা ১০ টাকার জন্য ঝগড়া করে ১০ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হবেন, কেউ পঙ্গুত্ব বরণ করবেন এসব করা যাবে না। এই ঝগড়াঝাটি-দাঙ্গা থেকে বেরিয়ে আসতে হবে, প্রয়োজনে আইনের আশ্রয় নিবেন।
পরে উপস্থিত সবাইকে হাত তুলে শপথ করান, তারা সকলে শপথ করে বলেন, আর কখনো ঝগড়ায় লিপ্ত হবেন না। এরপর তারা দেশীয় অস্ত্রশস্ত্র জমা দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমীর আলী।

    
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর