× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে
১৪ সেপ্টেম্বর ২০১৯, শনিবার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বের দ্বারে সমৃদ্ধিশালী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। গতকাল বিকালে দিনাজপুরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক প্রাপ্ত ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার আজ আমাদের এ সম্মান এনে দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। ২০৪১ সালের মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, জাতির  পিতার স্বপ্নের সোনার বাংলা  আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ্।
দিনাজপুর গোর-এ শহিদ বড় ময়দানে এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি আজিজুল ইসলাম জুগলুর সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন, প্রয়াত নেতার বড় ছেলে সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমসহ প্রমুখ। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন প্রয়াত নেতা এম আব্দুর রহিমের গ্রামের বাড়ি সদরের জালালপুরে মরহুমের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর