× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ /জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়ে শুভসূচনা আফগানদের

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৪ সেপ্টেম্বর ২০১৯, শনিবার

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে আফগানিস্তান। আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে  ২০ ওভারে ১৯৭/৫ সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে  ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রানে থামে জিম্বাবুয়ে।  ম্যাচসেরা হন নাজিবুল্লাহ জাদরান।

আফগানদের বড় সংগ্রহে অবদান নাজিবুল্লাহ জাদরানের। ৩০ বলে ৬৯ রানের  ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ জাদরান। ৫ বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কা হাঁকান তিনি।আর ১৮ বলে ৪ ছক্কায় ৩৮ রান করে শেষ ওভারে আউট হন মোহাম্মদ নবী। এর আগে ওপেনার রহমতুল্লাহ গুরবাজের ২৪ বলে ৪৩ রানের ইনিংসে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৩ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করা জিম্বাবুয়ের বোলাররা এদিন সুবিধা করে উঠতে পারেননি। ২টি করে উইকেট নেন টেন্ডাই চাতারা ও শন উইলিয়ামস। তবে দুজনই অনেক রান দিয়েছেন।
আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা কাইল জারভিস ৪ ওভারে ৫৩ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য।

১৯৮ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের হয়ে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৪২* রান করেন রেগিস চাকাভা। আফগানদের হয়ে দুটি করে  উইকেটে নেন অধিনায়ক রশিদ খান ও ফরীদ মালিক।

আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর