× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘রান মেশিন’ স্মিথের আরেক রেকর্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার

ক্রিকেটের এ যুগের ব্রাডম্যান খেতাবটা ইতিমধ্যেই পেয়ে গেছেন স্টিভেন স্মিথ। যদিও ১৯৩০ অ্যাশেজে ব্রাডম্যানের ৯৭৪ রানের মাইলফলক হয়তো ছুঁতে পারবেন না স্মিথ। কারণ আর মাত্র একটা ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পাবেন তিনি। কিন্তু এরই মধ্যে যা করেছেন সেটি কোনো অংশে কম নয়। আর শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে এমন এক রেকর্ড গড়েছেন স্মিথ, যেটি স্যার ব্রাডম্যানেরও নেই। প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে টানা ১০ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করার কৃতিত্ব দেখিয়েছেন স্মিথ।
ওভালে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৮০ রানে আউট হন স্মিথ। ২০১৭ অ্যাশেজ থেকে ইংল্যান্ডের বিপক্ষে এ নিয়ে টানা ১০ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন তিনি।
স্মিথের ইনিংসগুলো যথাক্রমে ২৩৯, ৭৬, ৮৩, ১৪৪, ১৪২, ৯২, ২১১, ৮২, ৮০। স্মিথ ভেঙে দিয়েছেন ইনজামাম উল হক ও ক্লাইভ লয়েডের রেকর্ড। এই ইংল্যান্ডের বিপক্ষেই ইনজামাম-ক্লাইভ টানা সর্বোচ্চ ৯ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন।
এবার অ্যাশেজে সব মিলিয়ে প্রায় ৩১ ঘণ্টার মতো ব্যাট করেছেন স্মিথ। চলতি অ্যাশেজে তার সর্বনিম্ন ইনিংস ৮০। টেস্ট ইতিহাসে স্মিথের আগে শুধু একজন ব্যাটসম্যানই টানা ৬ ইনিংসে ন্যুনতম ৭৫ করে রান করেছিলেন। ১৯৪৯ সালে ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস। ৭০ বছর পর ওভালে উইকসের স্মৃতি ফেরালেন স্মিথ। এখানেই শেষ নয়। সবচেয়ে বেশিবার কোনো সিরিজে সাতশ’র বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় উইকস, ব্রায়ান লারা ও সুনীল গাভাস্কারের কাতারে চলে এসেছেন স্মিথ। তাদের প্রত্যেকেই দু’বার করে এক সিরিজে সাতশ’র বেশি রান করেছেন। চলতি অ্যাশেজে ৬ ইনিংসে স্মিথের মোট রান ৭৫১। এর আগে ২০১৪-১৫ সালে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে ৭৬৯ রান করেছিলেন স্মিথ। টেস্টে এক সিরিজে সর্বাধিকবার সাতশ’র বেশি রান করা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে স্যার ডন ব্রাডম্যান। তিনি ৫ বার এই কীর্তি দেখিয়েছেন। ব্রাডম্যানের পর স্যার গ্যারি সোবার্স। তিনি করেছেন ৩ বার।
স্মিথের রেকর্ডের দিনটি অবশ্য ভালো কাটেনি অস্ট্রেলিয়ার। জফরা আর্চারের ৬ ইংল্যান্ডের ২৯৪ রানে জবাবে তারা থামে ২২৫ রানে। ৬ উইকেট নেন ডানহাতি পেসার জফরা আর্চার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর