× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘দেশে আইনশৃঙ্খলার অবস্থা ভালো’- নারায়ণ চন্দ্র চন্দ

দেশ বিদেশ

ফুলতলা (খুলনা) প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার

মৎস্য ও প্রাণিসম্পদ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নমূলক কর্মকাণ্ডে জোরালো ভূমিকা পালন করে এসেছে তারই ধারাবাহিকতার অংশ হিসেবে শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় উন্নয়নের ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে হবে। গতকাল সকাল ১১টায় খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি-শৃঙ্খলা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে দেশে শান্তিপ্রতিষ্ঠা করতে হবে। বর্তমানে দেশে আইনশৃঙ্খলা ভালো অবস্থানে রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে যারা জঙ্গিবাদ, সন্ত্রাসী তৎপরতা অথবা অসৎ কাজ চালাবে তাদের এদেশে ঠাঁই হবে না। দেশকে আরো সামনে এগিয়ে নিতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। ফুলতলা উপজেলা চেয়ারম্যান ও খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শেখ আবিদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ শেখ জাহাঙ্গীর হোসেন।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর