× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

জয়যাত্রার শুভেচ্ছাদূত হিসেবে পুরস্কার পেলেন ওমর সানি-মৌসুমী

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার

জয়যাত্রা ফাউন্ডেশন একটি আর্থসামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও দাতব্য প্রতিষ্ঠান। ‘আর্ত মানবতার সেবায় আমাদের এই পথচলা’ শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা এই প্রতিষ্ঠানটির গতকাল ছিল ‘সেবামূলক প্রকল্প আনন্দ আশ্রমের শুভ উদ্বোধন এবং সার্ভিস এক্সিলেন্স এ্যাওয়ার্ড ২০১৮’ শীর্ষক এক অনুষ্ঠান। গতকাল সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানের এক রেস্তঁরায় হয়ে গেল এ অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, এমপি। জয়যাত্রা আনন্দ আশ্রমের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এমপি। আনন্দ আশ্রমের উদ্বোধনের পর অনুষ্ঠানে প্রথমবারের মত জয়যাত্রার শুভেচ্ছাদূত হিসেবে পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমী, চিত্রনায়ক ওমর সানী। তারা প্রধান অতিথি ও জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরের কাছ থেকে পুরস্কার নেন।
এছাড়া সার্ভিস এক্সিলেন্স এ্যাওয়ার্ড পান চলচ্চিত্রের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী অঞ্জনা, সংগীতশিল্পী রবি চৌধুরী, এসডি রুবেল, জানে আলম ও উপস্থাপক খন্দকার ইসমাইল। মৌসুমী বলেন, জয়যাত্রা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের জন্য শুভ কামনা রইলো। ওমর সানী বলেন, এই ধরনের বড় স্বীকৃতি দেওয়ার জন্য হেলেনা জাহাঙ্গীরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। অসহায় মানুষদের জন্য জয়যাত্রার হয়ে কাজ করে যেতে চাই আমরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা পরিচালক মো: জামাল উদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে.এম শাখাওয়াত মুন, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, ডা: হাবীবে মিল্লাত মুন্না, ইসরাফিল আলমসহ জয়যাত্রা ফাউন্ডেশনের সদস্যরা। 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর