× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে ২৭ জুয়াড়ি আটক

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার

 সিলেটে ২৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। র‌্যাব ও পুলিশ নগরীর সোবহানীঘাট, রেলওয়ে স্টেশন ও জালালাবাদ থানার দীঘিরপাড় এলাকা থেকে তাদেরকে আটক করে। সোমবার জালালাবাদ থানার দীঘিরপাড় এলাকা থেকে ১০ জুয়াড়িকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো- জালালাবাদ থানাধীন ফকিরের গাঁও’র মওদুদ, কছরপুর কসকালিকার দুলাল মিয়া, মোগলগাঁও’র মাসুক মিয়া, জৈন উদ্দিন, পাগইল গ্রামের নিজাম উদ্দিন, কামাল, কালীগাঁওর মকরম আলী, রায়েরগাঁও’র আবদুস সালাম, দীঘিরপাড় হাটখোলার কয়েছ আহমদ ও নোয়াগাঁও’র হারিছ আলী। এদিকে, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে সোবহানীঘাট কাঁচাবাজারের একটি ঘরের ভেতর থেকে জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করে র‌্যাব। তারা হলেন- হবিগঞ্জের বানিয়াচং গ্রামের রিপন মিয়া, কিশোরগঞ্জের বাজিতপুর থানার শাহপুর গ্রামের আকরাম হোসেন, নগরীর খুলিয়াটুলার বুরহান উদ্দিন, নীলিমা এলাকার ওয়াসীম মিয়া, মুন্সীগঞ্জের লৌহজং থানার মুতসামান্দা এলাকার জামাল হোসেন, নগরীর চালিবন্দর এলাকার সুব্রত চক্রবর্তী, সুনামগঞ্জ সদর থানার জীবদারা গ্রামের মাহবুুবুর রহমান ও নগরীর মিরাবাজারের খুরশেদ আলী। এ ছাড়া রাত পৌনে ১২টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকার একটি দোকান থেকে র‌্যাব অভিযান চালিয়ে আরো ৯ জুয়াড়িকে আটক করে। আটককৃতরা হলো- দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মিন্টু মিয়া, কাশবন এলাকার সোহেল মিয়া, খোজারখলার আলমগীর হোসেন, বিশ্বনাথের আগুনশাসন গ্রামের জুনাব আলী, কুমিল্লা সদরের রাজামারা গ্রামের রুবেল আলম, চাঁদপুরের রূপসা বাজারের সাইফুল ইসলাম রঙ্গিলা, লক্ষ্মীপুর রায়পুরের চরবংশী গ্রামের কামাল হোসেন, ওসমানীনগরের সৈয়দপুর গ্রামের হুমায়ুন আহমেদ ও জগন্নাথপুরের টবাছপুর গ্রামের মতিউর হোসেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর